সাহিত্যবাজ
।।
সাহিত্যকে কেউ কেউ অন্যের মাথা কামানোর মাধ্যম করেছেন।দেখা হলেই হাত পাতছেন কিন্তু সাহিত্য করছেন না।পানের পিক দিয়ে অন্যের জামাকাপড় নষ্ট করছেন তারাত আছেনই,ফাঁকে তালে যারা টাকা পয়সাও কামাচ্ছেন এবং কিছু সাহিত্যও করছেন তারাও আছেন। তারা আবার ধরাধরি করে এওয়ার্ডও আদায় করছেন।সরকারি সাহায্য ও নিচ্ছেন সময়ে সুযোগে।এদিকে যারা মৌলিক কাজ করতে চান তাদের কাজ কিছুই হচ্ছে না বলে বেড়াচ্ছেন।আমার চা সিগারেট সারাদিন খেয়েও যারা আড়ালে কিছুই হবে না বলছেন তাদের আমি চিনি।তারা সবাই সাহিত্যবাজ পর্যায়ভুক্ত।
Leave a Reply