সাংবাদিক ও ছড়াকার এমদাদুল ইসলাম খোকনের ৬৫ তম জন্মদিন উৎযাপন
সৈয়দ আমিনুল ইসলাম
নরসিংদীর প্রবীন লেখকদের একজন যিনি বিগত ৪০ বছর যাবৎ লেখালেখির সাথে সম্পর্কিত,লিখেছেন ” লাল মরিচে ঝাল লাগে না” সহ অসংখ্য জনপ্রিয় ছড়ার বই,যার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ২৭ টি, যিনি মাধবদীর স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ” সাপ্তাহিক খোরাক”পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন বিগত ৩৭ বছর যাবৎ,যার হাত ধরে মাধবদীর বহু সাংবাদিক আজ প্রতিষ্ঠিত হয়েছে,মাধবদী প্রেসক্লাব প্রতিষ্ঠায় যার অবদান ছিল সবচেয়ে বেশি,যিনি মাধবদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন,সে মানুষ মাধবদীর জীবন্ত কিংবদন্তি এমদাদুল ইসলাম খোকনের গত ০৬ ই নভেম্বর সোমবার ৬৫তম জন্মদিন ছিল।
তাঁর জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যায় ৭ টায় মাধবদীর সাপ্তাহিক খোরাক পত্রিকা অফিসে আলোচনা সভা, কবিতা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন ” সাহিত্যের সন্ধ্যান” নামক একটি সংগঠন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাহিত্যের সন্ধ্যান সংগঠনের প্রতিষ্ঠাতা আসাদ সরকার।
প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক খোরাক পত্রিকা প্রকাশক ও প্রধান সম্পাদক অধ্যাপক শেখ সাদী।
প্রধান আলোচক ছিলেন,বিশিষ্ট কবি ও ছড়াকার ফজলুল হক মিলন।
এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রেজাউল করিম,অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক মুসা মিয়া,নরসিংদী কবি সংসদের সাধারণ সম্পাদক হাজী আহসান হাবিব রোমান, বিদ্যাবাড়ির প্রতিষ্ঠাতা বেলাল আহমেদ,ফ্রিল্যান্সার্স আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ইউসুফ আহমেদ সহ আরো অনেকে।
এ সময় জন্মদিন উপলক্ষে আলোচনা ও কবিতা পাঠ হয়,আলোচনা ও কবিতা পাঠ শেষে দোয়া করা হয়।
Leave a Reply