ত্রয়োদশ সংশোধনী
সমা খান
কিছু সেক্রিফাইজের বীজ বপন করে
কম্প্রমাইজের অঙ্কুরোদগমনের মধ্য দিয়ে
হাঁটি হাঁটি পা পা করে মূল কাণ্ড শাখা-প্রশাখাতে সবুজের সতেজতায় পূর্ণ বৃক্ষে রূপান্তরের তারুণ্যে
দ্বাদশ সংশোধনী শেষ করে
ত্রয়োদশ সংশোধনীর প্রয়োজনে
হেমন্তের নতুন সকালে বিল উত্থাপন হলো ব্যক্তিগত সংসদে
আনলাকি থার্টিনকে লাকি থার্টিনে পরিণত করার প্রয়াসে
বিদায় বারোটি হেমন্তকে
ভালো থেকো হেমন্ত
পাশে থেকো জীবন্ত
ভালোবেসো শেষ পর্যন্ত।
Leave a Reply