শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
জুড়ীর অজ্ঞাত শহিদ শুয়ে আছেন শিলচরে,মুক্তিযুদ্ধ ৭১।নিউজ শিলচর স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে গবেষক এস এম শাহনূরের জন্মদিন পালন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ পুলিশ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে ৮ সপ্তাহের সার্জেন্ট নবায়ন সার্টিফিকেট কোর্স শুরু মুয়াজ্জিন হত্যা চেষ্টা মামলার আসামি অগ্রিম জামিনে এসে ভুক্তভোগী পরিবারকে হুমকি বঙ্গবন্ধুকে ট্রাফিক পুলিশের হৃদয়ে ছড়িয়ে দিতে নানা আয়োজন অদ্ভূত প্রেম।।ফেরদাউসী কুঈন জেনারেল আতাউল গণি ওসমানীর জন্মদিনে ভালোবাসা ও শ্রদ্ধা -বায়েজীদ মাহমুদ ফয়সল টিডিএস গ্রান্ড কল্যাণ ও জাতীয় শুদ্ধাচার বিষয়ক সভা অনুষ্ঠিত তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন বেলাবোতে বিএমইউজে’র কমিটি গঠিত। আলি সভাপতি আলমগীর সম্পাদক
সবার জন্য বিজ্ঞানবাদ -হাসনাইন সাজ্জাদী

সবার জন্য বিজ্ঞানবাদ -হাসনাইন সাজ্জাদী

সবার জন্য বিজ্ঞানবাদ
হাসনাইন সাজ্জাদী
।।
বিজ্ঞানবাদ শ্রমিক,মালিক ও সরকারের মধ্যে সম্পদ ভাগাভাগি করার মতবাদ।বিজ্ঞানবাদ অধিকতর সাম্যবাদ প্রতিষ্ঠার মতবাদ।মানুষের জন্য আক্ষরিক অর্থে কিছু করে যাওয়ার নাম মানবতা।শুধু মাত্র কিছু শুভেচ্ছা বাণী আর শুভ কামনা বললেই আমাদের দায়ীত্ব শেষ হয়ে যায় না।বরং নিজ সামর্থ্য অনুযায়ী সমাজকে পালটে দিতে চেষ্টা করার নাম সামাজিক দায়-দায়িত্ব পালন।বিজ্ঞানবাদ চর্চা কেন্দ্র দ্বারা আমরা চেষ্টা করছি পুঁজিবাদের যাতা কলে নিষ্পেষিত মানবতাকে রক্ষা করে মানবাধিকার প্রতিষ্ঠা করতে।
পুঁজিবাদ যেখানে একতরফা লুটপাট অর্থনীতির মাধ্যমে সম্পদশালীকে আরো বিত্তবান করছে আর মধ্যবিত্তকে করছে ফতুর,সেখানে চলমান সম্পদে বিজ্ঞানবাদের প্রস্তাব অনুযায়ী যদি আমরা শ্রমিকদেরকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তিনভাগ সম্পদের এক ভাগের মালিক করে দেয়া যায় তবেই অধিকতর সাম্য প্রতিষ্ঠা পায়।
মূল মালিকের জন্য বিজ্ঞানবাদে একভাগ সম্পদ রেখে সরকারকে কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য এক ভাগ সম্পদ ছেড়ে দিতে হবে।বিজ্ঞানবাদ আমি এই প্রস্তাবনায় তৈরি করেছি।মালিকের ভাগের রঙ হবে নীল।তা আভিজাত্যের পরিচায়ক।সকারের প্রতীক সবুজ।তা কল্যাণের রঙ।আর শ্রমিকের ভাগ লাল। লাল রক্তের প্রতীক।শ্রমিক রক্ত দিয়ে পুঁজিপাটা বাড়ায়।আর মালিক তা এককভাবে ভোগ করতে তা হতে দেয়া মানবতা নয়।
পৃথিবীতে মানুষ সবাই সমান।সবার শরীর নিউক্লিয়াস দ্বারা তৈরি। একই ইলেকট্রন, নিউট্রন ও প্রোটন দ্বারা তৈরি মানুষ।কিছু প্রোটিন ও কিছু গলিত পদার্থ রয়েছে মানবশরীরে।পানির ভাগ হালকা।মাটি নেই।তাই ধনী- গরীব, সাদা-কালো,হিন্দু-মুসলিম ভেদাভেদ নয়।মানুষ সবাই সমান।সম্পদে তাই অধিকারও সকলের সমান।মানুষ যেমন প্রকৃতির দান তেমনি সম্পদও প্রকৃতির।এখানে কিছু মানুষ সম্পদকে কুক্ষিগত করে রাখতে পারবে না।
বিজ্ঞানবাদ একটি স্বপ্ন।বিজ্ঞানবাদ মানুষকে স্বপ্ন দেখাতে চায়।স্বপ্নদেখা মানুষের অধিকার।যতদিন মহুয়া গাছে ফুল ফোটবে মানুষ ততদিন স্বপ্ন দেখবে।আমাদের কাজ মানুষকে ভালো স্বপ্ন দেখানো।অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখানো।বিজ্ঞানবাদ দিয়ে আমি সেই স্বপ্ন দেখাতে চাই।
ম্যাকিয়াভেলি বলেছিলেন-‘ভালোবাসার চাইতে ভয় বেশি নিরাপদ।’তাই ভয় দেখিয়ে জয় বা শাসন করতে চায় প্রচলিত সরকারগুলো।আমরা চাই ভালোবাসার রাজ্য প্রতিষ্ঠা করতে,বিজ্ঞানবাদ তার জন্যই প্রয়োজন।
শ্রমিকের অধিকার ফিরিয়ে দিতে বিজ্ঞানভিত্তিক রাষ্ট্র দর্শন বিজ্ঞানবাদ প্রতিষ্ঠার শপথ নিতে সবার প্রতি আহ্বান জানাই।
বিজ্ঞানবাদ আমার উপস্থাপিত রাষ্ট্র দর্শন,আর
এ বিষয়ক আমার প্রথম বই ‘ছোটদের বিজ্ঞানবাদ’ প্রকাশ করেছে সিটিপাবলিশিং।আমার সংগ্রামের সাথী এই সিটিপাবলিশিং।তাকে ধন্যবাদ…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD