কবিতার নাম~শয়তান
বাহারুল ইসলাম(টিটু)
তারিখ -১২/৬/২০২০
হাসি মুখে কথা বলে
বিষে ভরা মন
সমাজের অগোচরে
করে বিচরণ।
ছোট মুখে বড় কথা
সুর তার দাপটে
নিজ দোষে দোষি নয়
দোষ তার জনকে।
ভালো কাজে বারে বারে
লাগায় শুধু ধন্দ
এসব করে সবার চোখ
করে দিল অন্দ
আমি বুঝে না বুঝে
জেনে শুনে বেইমান
আমার ঘরে স্থান দিয়েছি।
Leave a Reply