শোক ও সমবেদনা কবি নীপা চৌধুরীর মায়ের প্রয়ানে
।।
আমাদের বন্ধু,কবি ও সমাজকর্মী নীপা চৌধুরীর আম্মা রহিমা বেগম (৯৮)খালাম্মা দীর্ঘ রোগ ভোগের পর আজ জীবনস্পন্দন হারিয়েছেন।উনার চিরকল্যাণ হয়েছে।
আজিমপুর কবরস্থানে উনাকে দাফন করা হয়েছে।উনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
এদিকে তাঁর মরদেহ দেখতে আসার পথে মরহুমার বোড়ো মেয়ের ঘরের নাতি সড়ক দূর্ঘটনার শিকার হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।তার পায়ের হাড় ভেঙে গেছে।এখন অস্ত্রোপচার চলছে।তার স্ত্রী ও সন্তান চিকিৎসা নিচ্ছেন এভারগ্রিন হাসপাতালে।নীপা চৌধুরীদের পরিবার এমন দুর্বিষহ সময় পার করছেন।তাদের জন্য কল্যাণ কামনা করছি।প্রকৃতি যেনো এমন বিপদ কাউকে না দেয়…
Leave a Reply