শেষ পর্যন্ত ভালবাসি।রুপা খানম।
তুমি চলে গেলে অপার্থিব তুমি থেকে যাও।
নাকের ডগায় শিশির বিন্দু ঝরে পড়ে তোমার ঘ্রাণ। চুপচাপ ঘাসের ডগায় যেমন শিশির ঝরে। নি:শব্দ তোমার চলে যাওয়া কেন সবটুকু চলে যাওয়া হয় না।
ঘ্রাণ কি যাদুর ঘোর?
ঘ্রাণ কি স্মৃতিতে জাগে?
রাত্রি জেগে ওঠে বকুলের গন্ধ বোঝাই পাতা
কিছু গান গেয়ে ডাকে রবীন্দ্রনাথ, নজরুল
পঙক্তিমালায় জাগে তোমার স্পর্শের সঙ্গীত। আকাশের রংধুনু যেন জেগে উঠে তোমার স্নিগ্ধ পরশে । ভালবাসি অনেক ভালবাসি নি:শব্দ আওয়াজ বারবার পাঁচ ইনদ্রীয় বলে দেয় । আমার এমন একটা তুমি চাই,
এমন একটা তুমি চাই
যে তুমি তে আমি ছাড়া অন্য কেউ নেই.। মুহূর্ত কেটে যায় যত , কান্নারা জমা হয় রাত
সারা জীবনের শপথে দু’জনে থাকবো একসাথে”
এখন আর বলতে ইচ্ছে করে না; কষ্ট পাচ্ছি।
আমি সংকীর্ণতার মাঝে পূর্ণতার রূপ খুঁজে পাই,
রবীন্দ্রনাথের সুরে সুর মিলিয়ে বলে উঠি-
পূর্ণতাই সব, শূণ্যতা বলতে কিছু নাই।
অসীম অনিশ্চয়তার অক্টোপাসে আবদ্ধ থেকে
সমুদ্র স্নানে ঢেউয়ের গোপন অভিসারে
মুক্তা পেতে ঝিঁনুক কুড়াই,
বেলা শেষে একরাশ শূণ্যতাকে অগ্রাহ্য করে
আমি তোমাতে বিলীন হয়ে যাই।
গৃহত্যাগী জ্যোস্নার আবেগী আহবানে ছিনিয়ে আনি
লক্ষ তারার মাঝে পূর্ণিমার ওই মায়াবী চাঁদ।
হৃদয় ক্যানভাসে পরম মমতায় পূর্ণতার ছবি আঁকি
ভালোবাসার রং মাখা তুলিতে,
শূণ্যতা শেষে আপন খেয়ালে তোমাকে চাই
মধুময় পৃথিবীর প্রেমময় ধূলিতে।
বিষাদের ডানায় ভর করে দিগন্ত বিস্তৃত
সবুজের সমারোহে আমি বিশুদ্ধতা খুঁজে পাই,
অসীম শূণ্যতার দেয়াল ডিঙ্গিয়ে আমি
শুধুই তোমার পূর্ণতার গল্প হতে চাই। স্বপ্নের রং নীল , আকাশের রং নীল সেই বিশাল নীল নীলিমা নীলাদ্রি সেখানেও তোমার চাঁদ মুখ ,
চাঁদ দেখে ভেবে পাই না তুমি সুন্দর নাকি ঐ নীল আকাশের চাঁদ? এভাবেই আমরা দু’জনে বাঁচবো ভালোবেসে প্রেমময় ভুমিতে।
Leave a Reply