বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

শেখ হাসিনার উন্নয়ন -প্রাণকৃষ্ণ বিশ্বাস

শেখ হাসিনার উন্নয়ন
(স্বাধীনতার পঞ্চাশ বছরে পঞ্চাশ লাইন উৎসর্গ)
___প্রাণকৃষ্ণ বিশ্বাস

বঙ্গবন্ধুর কন্যা তুমি বিশ্বজোড়া ধন্যি নাম
দেশরত্ন শেখ হাসিনা টুঙ্গিপাড়া পিতৃধাম।
মমতাময়ী স্নেহময়ী আমজনতার জয়গান,
অল্পদিনে দেশকে দিলে বিশ্বসভায় শ্রেষ্ঠ মান ।
উন্নয়নের অগ্রযাত্রায় বদলে দিলে বাংলাদেশ
জীবনযাত্রার সব স্তরে দিন বদলের সুখাবেশ।
উন্নয়নশীল দেশ বানাতে সেইযে মহান অবদান
বঙ্গবন্ধুর স্বপ্নগুলো তোমার হাতে পাইলো প্রাণ।
দারিদ্রতার হার কমালে বাড়লো লোকের গড় আয়ু
ঝরে পড়ার হারটা কমে শিক্ষার হার বাড়লো বহু।
বিদ্যুতের ঐ উৎপাদনটা মাগো তোমার বিস্ময় এক
আইসিটিতে রফতানি ঢের দ্যাখরে সবে চেয়ে দ্যাখ।
রেমিট্যান্স আয়টা হচ্ছে কোটি কোটি মার্কিন ডলার
বঙ্গবন্ধু স্যাটেলাইট আজ মহাকাশে জয় জয়কার।
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আজ মোদের প্রিয় এই স্বদেশ
মৎস্য সম্পদ উৎপাদনে বিশ্বে তৃতীয় বাংলাদেশ।
বৈদেশিক মুদ্রা রিজার্ভ ৩৩ বিলিয়ন ছাড়ালো
বৈদেশিক বিনিয়োগটাও তিনশোষাট কোটি হলো।
লিঙ্গ বৈষম্য দূরীকরণে দক্ষিণ এশিয়ার শীর্ষদেশ
কোটি সেবার কল সার্ভিস সারাদেশে চলছে বেশ।
মাথাপিছু আয় মানুষের উনিশ শত নয় ডলার
নিম্ন থেকে মধ্যম আয়ে সফল প্রয়াস পথ চলার।
দূষণমুক্ত সবুজ বাংলা পরিবেশের উন্নয়ন,
মুজিববর্ষে বিনামূল্যে কোটি চারার বিতরণ।
পরমাণুর বিশ্বক্লাবে সোনার বাংলা মুজিবের
শত বছরের ডেলটা প্ল্যান শীর্ষে রবে বিশ্বের।
আধুনিক ঐ রেল স্টেশন উত্তরা থেকে মতিঝিল
ঘন্টাপ্রতি হাজার ষাটেক যাত্রী চলায় সুখ অনাবিল।
বিশ্বমাঝে শীর্ষ চমক স্বপ্নের সেতু পদ্মাতে আজ
বাঙালিদের স্বপ্ন পূরণ শেখ হাসিনার সফল কাজ।
কমিউনিটি হেলথ সার্ভিস চোদ্দ হাজার এ দেশটায়
৩০ প্রকার ওষুধ হেথায় বিনামূল্যে রোগীর সেবায়।
অর্থনৈতিক অঞ্চল দেখো একশত আজ প্রক্রিয়াধীন কোটিলোকের কর্মসৃজন আনছে দেশে সোনালী দিন।
ইলিশ মাছের উৎপাদনে বিশ্বসেরায় নদীর এ দেশ
জাতীয় মাছ ইলিশ কেনায় বিশ্ববাসীর মুগ্ধতা বেশ।
যুদ্ধাপরাধীর বিচার করে কলঙ্কমুক্ত করলে মাটি
স্বপরিবারে জাতির পিতার হত্যার বিচার পরিপাটি।
শেখ হাসিনার উন্নয়নের কত খবর লিখবো আর
কোনটা রেখে কোনটা লিখি উন্নয়নের অলংকার।
জনমাতা তোমায় সেলাম সব হৃদয়ে তোমার ঠাঁই
বাংলাদেশের সুকারিগর তোমার তুল্য আর যে নাই।
শেখ মুজিবের আহবানে নয়টি মাসের তুমুল লড়াই স্বাধীন হলো এই দেশটা বীর বাঙালির এইতো বড়াই।
একাত্তরের শিশুটি আজ পঞ্চাশে ফুল ফল ছড়ায়
বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনার হাতের ছোঁয়ায়।
যে দেশটাকে ধ্বংস করলো পাকিস্তানী শোষণ শাসন
সে দেশটাকে শেখ হাসিনা তুমিই দিলে সেরার আসন।
জাতির পিতার কাঙ্ক্ষিত সেই সোনার বাংলার উন্নয়ন।সফল করলো তাঁর তনয়া শেখ হাসিনার দুই নয়ন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD