শনিবার, ২৭ Jul ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

শেখ হাসিনাঃ এক অনন্ত আলোর উৎস

শেখ হাসিনাঃ এক অনন্ত আলোর উৎস

শেখ হাসিনা: এক অনন্ত আলোর উৎস
মুহাম্মদ মনিরুজ্জামান

দুঃখদীর্ণ বুকের প্রান্তরে একবার এসে দাঁড়াও, বাতাসে
কান পাতো।
শুনতে কি পাও জীবনানন্দীয় নিঃসঙ্গতার করুণ
হাহাকার?
নজরুলীয় চেতনা এখন নিস্তেজ। সুকান্তের
দিয়াশলাই জ্বলে না।
বিবেকের করোটিতে ভরে গেছে জসিমউদ্দীনের কবর।
অন্ধের শহরে আয়না বিক্রতার অবাধ আনাগোনা।
চৈতন্যের খরায় ঝলসে গেছে বোধিবৃক্ষের সমস্ত পাতা।
প্রবল প্রতাপে ধেয়ে আসছে পশ্চিমের স্বার্থের সংঘাত।
তপ্ত জলের আধার এখন আঠারো কোটি মানুষের
চোখের উঠান।
তোমার উত্থানে ঈর্ষান্বিত যারা, তারা চাঁদের অর্ধেক
আগেই নিয়েছে গিলে। ভেঙে দিতে চাইছে জোনাক
পোকার বাসর।
ধীর লয়ের রবীন্দ্রসংগীত ওদের জন্য নয়;
বজ্রের ধমক চাই।
পাঁজরের হাড় জ্বেলে একলা চলার সাহস কেবল
তোমারই আছে।
বাতাস থেকে বজ্র ধরার পরীক্ষিত ক্ষমতা তোমার।
তোমার প্রত্যাবর্তনে নিরাপদ হয়েছে অসুরাক্রান্ত
বাংলাদেশের আঙিনা।
আর নয় নরম রাবীন্দ্রিক বন্দনা। অলৌকিক
আগুন জ্বালাতে শেখ হাসিনা আবার
শুরু করো তোমার তানসেন সংগীত। জ্বালাও সকল
ষড়যন্ত্রের জঞ্জাল। বলে দাও দাসত্বের দিন শেষ।
তোমার বিদুষী আলিঙ্গনে গড়ে ওঠুক নতুন
স্মার্ট বাংলাদেশ।
তুমি দাঁড়ালেই দুঃখদীর্ণ বুকের প্রান্তর উদ্ভাসিত হবে
অনন্ত আলোয়।
১২-০৬-২০২৩

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD