রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

শিশু সাহিত্যিক ফোরাম আয়োজিত বর্ষার ছড়া-কবিতা

শিশু সাহিত্যিক ফোরাম আয়োজিত বর্ষার ছড়া-কবিতা

শিশু সাহিত্যিক ফোরাম আয়োজিত বর্ষার ছড়া-কবিতা

২৪ জুন, ২০২১, ১০ আষাঢ় ১৪২৮, বৃহস্পতিবার রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে শিশু সাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর সভাপতিত্বে বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম আয়োজিত বর্ষার ছড়া-কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি ঋদ্ধ করেন খ্যাতিমান শিশুসাহিত্যিক ও কবিগণ। উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক আসলাম সানী, বিলু কবীর, রহিমা আখতার কল্পনা, ড. তপন বাগচী, রিফাত নিগার শাপলা, ড. মাসুদুজ্জামান, তৌহিদ আহমেদ, রমজান মাহমুদ, শাহেদ ইকবাল, ডা.মিজানুর রহমান কল্লোল, জ্যোতির্ময় সেন, প্রণব মজুমদার, মাহবুবা ফারুক, আতিক রহমান, মামুন সারওয়ার, হাসনাইন সাজ্জাদী, খন্দকার আতিক, শাহনাজ পারভীন, গোলাম নবী পান্না, ওমর ফারুক নাজমুল, অমিত কুমার কুণ্ডু, নাদিরা খানম, ইউসুফ রেজা, শেলী সেলিনা, ফরহাদ পাটোয়ারী, নীপা চৌধুরী, সীমা নওরীন, নুসরাত জাহান, রেজাউল হক হেলাল, মাহির তাজওয়ার, প্রমুখ কবি ও শিশুসাহিত্যিক। অনুষ্ঠান পরিচালনা করেন শিশুসাহিত্যিক সোহেল মল্লিক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD