কী অসাধারণ তাৎপর্যপূর্ণ কলেজগেট। দূর থেকে মনে হবে, কেউ বুঝি নকশা করে বইয়ের ওপর বই সাজিয়ে রেখেছে। শঙ্কাও জাগতে পারে বইয়ের পিলার হঠাৎ ভেঙে পড়বে ভেবে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ‘দইখাওয়া আদর্শ কলেজ’র প্রধান ফটকটি নির্মিত হয়েছে বাংলা ও ইংরেজি ভাষার জনপ্রিয় ২৫টি করে ৫০টি বইয়ের আদলে। দৃষ্টিনন্দন কলেজগেটের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। প্রশংসিত হয়েছে সৌন্দর্যপ্রিয় পাঠকমহলে। শিক্ষার্থীদের বইমুখি করতে এহেন ব্যতিক্রমি ও অর্থবহ কলেজগেট নির্মাণ সত্যি সাধুবাদযোগ্য।
আহমেদ জহুর
খিলগাঁও, ঢাকা
২৯ জুন ২০২১
Leave a Reply