বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

সাহিত্যিকদের যে উপাধিতে যায় চেনা

সাহিত্যিকদের যে উপাধিতে যায় চেনা

যে উপাধিতে যায় চেনা
সাহিত্যিকদের
– বিশেষ প্রতিবেদন
_____________________
.
❖ ঈশ্বরচন্দ্র শর্ম এার উপাধি – বিদ্যাসাগর, বাংলা গদ্যের জনক, বিরাম/যতি চিহ্নের প্রবর্তক।
❖ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি – সাহিত্য সম্রাট, বাংলার ওয়াল্টার স্কট, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক।
❖ বিহারীলাল চক্রবর্তী এর উপাধি – বাংলা গীতিকবিতার জনক, ভােরের পাখি (রবীন্দ্রনাথ তাঁকে এ উপাধি দেন)।
❖ আধুনিক বাংলা সাহিত্যের ‘প্রথম বিদ্রোহী কবি’ – মাইকেল মধুসূদন দত্ত।
❖ মাইকেল মধুসূদন দত্তের উপাধি – বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তক, সনেটের প্রবর্তক, অমিত্রাক্ষরের প্রবর্তক, দত্তকুলােদ্ভব কবি।
❖ রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি – বিশ্বকবি (ব্ৰহ্মবান্ধব উপাধ্যায় তাঁকে এ উপাধি দেন), কবিগুরু, বাংলা ছােটগল্পের জনক।
❖ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর উপাধি – বাংলার মিল্টন (শেষ জীবনে অন্ধ হন)।
❖ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর উপাধি – নারী জাগরণের অগ্রদূত।
❖ আব্দুল করিম এর উপাধি – সাহিত্য বিশারদ।
❖ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী এর উপাধি – স্বপ্নাতুর কবি।
❖ বলাই চাঁদ মুখোপাধ্যায় এর উপাধি – বনফুল।
❖ গোলাম মোস্তফাএ এর উপাধি – কাব্য সুধাকর।
❖ গোবিন্দ চন্দ্র দাস এর উপাধি – স্বভাব কবি।
❖ মুহম্মদ শহীদুল্লাহ এর উপাধি – ভাষাতত্ত্ববিদ।
❖ নজিবর রহমান এর উপাধি – সাহিত্যরত্ন।
❖ নুরন্নেছা খাতুন এর উপাধি – সাহিত্য সরস্বতী।
❖ প্যারীচাঁদ মিত্র এর উপাধি – বাংলা সাহিত্যের প্রতিষ্ঠাতা পুরুষ।
❖ প্রমথ চৌধুরী এর উপাধি – চলিত রীতির প্রবর্তক।
❖ সমর সেন এর উপাধি – আধুনিক যুগের নাগরিক কবি।
❖ জীবনানন্দ দাশ এর উপাধি – তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি।
❖ সুধীন্দ্রনাথ দত্তে এর উপাধি – ক্লাসিক কবি।
❖ ঈশ্বরচন্দ্র গুপ্তে এর উপাধি – যুগসন্ধিক্ষণের কবি।
❖ সুকান্ত ভট্টাচার্য এর উপাধি – কিশোর কবি।
❖ সুভাষ মুখোপাধ্যায় এর উপাধি – পদাতিক কবি।
❖ অনন্ত বড়ু এর উপাধি – বড়ু চন্ডীদাস।
❖ আব্দুল কাদির এর উপাধি – ছান্দসিক কবি।
❖ কেদারনাথ বন্দ্যোপাধ্যায় এর উপাধি – দাদা মশাই।
❖ মধুসূদন মজুমদার এর উপাধি – দৃষ্টিহীন।
❖ বিদ্যাপতি এর উপাধি – কবিকন্ঠহার, মিথিলার কোকিল।
❖ বিষ্ণু দে এর উপাধি – মার্কসবাদী কবি।
❖ ভারতচন্দ্র এর উপাধি – রায়গুণাকর, প্রথম নাগরিক কবি।
❖ মালাধর বসু এর উপাধি – গুণরাজ খান।
❖ মুকুন্দরাম চক্রবর্তী এর উপাধি – কবিকঙ্কন।
❖ মুকুন্দ দাসে এর উপাধি – চারণকবি।
❖ মোজাম্মেল হক এর উপাধি – শান্তিপুরের কবি।
❖ যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর উপাধি – দুঃখবাদী কবি।
❖ রামনারায়ণ এর উপাধি – তর্করত্ন।
❖ আলাওল এর উপাধি – মহাকবি।
❖ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ে এর উপাধি – অপরাজেয় কথাশিল্পী।
❖ হাসন রাজা এর উপাধি – মরমী কবি।
❖ হাবিবুর রহমান এর উপাধি – শিশু সাহিত্যিক।
❖ সত্যেন্দ্রনাথ দত্ত এর উপাধি – ছন্দের জাদুকর।
❖ বাহরাম খানে এর উপাধি – দৌলত উজির।
❖ অমৃতলাল বসুর উপাধি – রসরাজ।
❖ পঞ্চানন কর্মকার এর উপাধি – মল্লিক।
❖ মোহিত লাল মজুমদার এর উপাধি – সত্যসুন্দর দাস।
❖ সৈয়দ মুজতবা আলী এর উপাধি -রম্যসাহিত্যিক।
❖ জসীম উদদীনের উপাধি – পল্লীকবি।
❖ জাহানারা ইমাম এর উপাধি – শহীদ জননী
❖ সুফিয়া কামাল এর উপাধি – জননী সাহসিকা, বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি।
❖ কাজী নজরুল ইসলাম এর উপাধি – বিদ্রোহী কবি, জাতীয় কবি।
❖ ফররুখ আহমেদ এর উপাধি – ইসলামী রেনেসাঁর কবি।
❖ দিলওয়ার এর উপাধি – গণমানুষের কবি।
❖ আবদুল হক এর উপাধি – কলম সৈনিক।
❖ শহীদুল জহির এর উপাধি – ডিমান্ডিং লেখক।
❖ শামসুর রহমান এর উপাধি – নাগরিক কবি।
❖ আল মাহমুদ এর উপাধি – লোকজ কবি, হটকারি ডান।
❖ সৈয়দ শামসুল হক এর উপাধি – বহুমাত্রিক লেখক।
❖ সাযযাদ কাদির এর উপাধি – বহুমাত্রিক লেখক।
❖ নির্মলেন্দু গুণ এর উপাধি – স্বাধীনতার কবি।
❖ মুহম্মদ নূরুল হুদা এর উপাধি – জাতিসত্তার কবি।
❖ অসীম সাহা এর উপাধি – শুদ্ধতার কবি।
❖ মুহাম্মদ সামাদের উপাধি – মুজিবময় বাংলার কবি।
❖আতাউর রহমান এর উপাধি -রম্যলেখক।
❖ তসলিমা নাসরিন এর উপাধি – নারীবাদী লেখক।
❖ হাসনাইন সাজ্জাদী এর উপাধি – বিজ্ঞান কবি।
❖ বদরুল হায়দার এর উপাধি – শাক্তধারার কবি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD