রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

ল’এসোসিয়েশন অব বাংলাদেশ প্রসঙ্গ – তাসনিয়া রহমান

ল’এসোসিয়েশন অব বাংলাদেশ প্রসঙ্গ – তাসনিয়া রহমান

ল'এসোসিয়েশন অব বাংলাদেশ প্রসঙ্গ - তাসনিয়া রহমান

আইনের অধিকারকে সমুন্নত রাখা বিশ্বে বড়ো চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় যারা লড়ছেন তাদের মধ্যে একটি হচ্ছে ল’এসোসিয়েশন অব বাংলাদেশ।সংক্ষেপে ল্যাব।ল্যাবের স্লোগান Fight for Right, Fight for Justice. এ স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অন্যতম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন Law Association of বাংলাদেশ.

বিষয়টি নিয়ে রিপোর্ট করেছেন পূর্বাপরের বিভাগীয় সম্পাদক তাসনিয়া রহমান।

২০১৭ সালে ১২ই এপ্রিল এ প্রজন্মের তরুণ মেধাবী অগ্রগামী আইন শিক্ষানবিশ প্রতিষ্ঠাতা সভাপতি শরিফুল হক তুুমুল এর হাত ধরে যাত্রা শুরু করে Law Association of Bangladesh.প্রতিষ্ঠা লগ্ন থেকে সংগঠনটি ১০দফা জানিয়ে আসছে। সেগুলো হলো-


১. আইনজীবী সুরক্ষা আইন
২. প্রতি বছর দু’বার এডভোকেট তালিকাভুক্তির পরীক্ষা গ্রহণ করা
৩. বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে আইন বিভাগের টিউশন ফি কাঠামো নির্ধারণ করা এবং বর্তমান ফি থেকে কমিয়ে আনা
৪. স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করা
৫. প্রতিটি জেলা বার এসোসিয়েশনে একটি করে লাইব্রেরী এবং একটি করে অডিটরিয়াম স্থাপন করা
৬. প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাদের ন্যায় আইনজীবীদের সত্যায়িত করার ক্ষমতা প্রদান করা
৭. শিক্ষানবিশ আইনজীবীদের ভাতা প্রদান করা
৮. আবেদনের ভিত্তিতে এডভোকেট তালিকাভুক্তির খাতা পুনঃনিরীক্ষণ করা
৯. প্রতিটি গ্রাম আদালতে বিচারকার্য আইনানুযায়ী নির্বিঘ্নে করতে পরিদর্শক হিসেবে একজন করে আইনজীবী নিয়োগ করা
১০. প্রতিবার এসোসিয়েশনের নিজ উদ্যোগে শিক্ষানবিশ আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা

এছাড়াও সংগঠনের বিশেষ কিছু লক্ষ্য ও উদেশ্য রয়েছে

  • দেশের মানুষের ক্ষতিসাধনের চেষ্টার, যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে দেশের স্বার্থে আইনি পদক্ষেপ নেয়া

*আইনজীবী এবং আইনের ছাত্র ছাত্রীদের অধিকার সম্পর্কে সচেষ্ট থাকা

  • মানবাধিকার সুনিশ্চিত করা

*নারী ও শিশু নির্যাতন দমন করা

  • পিতা মাতার ভরণপোষণ আইন নিশ্চিত করা
  • কিশোর অপরাধীদের কল্যাণ নিশ্চিত করা
    *মিথ্যা মামলা প্রতিরোধ করা
    বিদেশী ভ্রমনকারীদের দ্রুত আইন সহায়তা প্রদান করা
    *ভোক্তা অধিকার আইন সংরক্ষণ ও সুনিশ্চিত করা
  • পতিতাবৃত্তি প্রতিরোধ করা

বর্তমানে সাবেক বিচারপ্রতি সিকদার মকবুল হক, সিনিয়র আইনজীবী এ.কে.এম ফয়েজ, এডভোকেট অজি উল্লাহ, ড. বশির আহমেদ, এডভোকেট গিয়াস উদ্দিন সংগঠনের উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন।

এছাড়াও সংগঠনে সার্বিকভাবে নিরলস শ্রম ও মেধা দিয়ে যাচ্ছেন মারিয়া জামিলা, মিজানুর রহমান, মোঃ সাইফুল ইসলাম রাজ প্রমুখ

দেশের ৩৪ টি জেলায় এবং দেশের বাইরে সফলভাবে সংগঠনটির কমিটি গঠন করা হয়েছে।আশা করা হচ্ছে সংগটি আগামীতে বৃহত্তর মানুষের অধিকার প্রতিষ্ঠায় বড়ো অবদান রাখবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD