শনিবার, ২৭ Jul ২০২৪, ০১:০৯ অপরাহ্ন

রিলকের চোখ

রিলকের চোখ

রিলকের চোখ
-হাসনাইন সাজ্জাদী

আমি যখন চোখ চোখ করে রেখেছি পাড়া মাত করে
তুমি ততোধিক নিশ্চুপ আর ছিলে রহস্যময়
আমি অবাক বিস্ময়ে থাকি ভাবি তোমার চোখে আমি এখনো দাগী আসামী না হয় ভয়ংকর ড্রাকুলা
একদিন তুমি ঠিকই নিবে আমার চাল চুলোর খবর
তুমি কাটিয়ে দিলে যুগ যুগ এভাবেই নিশ্চুপ।
আমি হয়ে গেলাম সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার
কতদিন চিত্রা হরিণের মতো তুলে নিতে চেয়েছি তোমার চোখ
বাঘের থাবা কত ভয়ঙ্কর তুমি তার কতটুকু জান
জান আর না জান আমি জানি আমার খবর।
তাই সাবধানে এড়িয়ে চলেছি তোমাকে যাতে
তোমার না হই আমি কোনো ক্ষতির কারণ
আর ভেবেছি নিজেই নিজের মহানুভবতা
যেনো আমার করুণায় বেঁচে আছ তুমি এখনো সুন্দরবন জুড়ে।
একদিন অসাবধানতাবশত দেখা হয়ে গেল তোমার সঙ্গে
আমিতো লজ্জায় লাল আমার বাহাদুরির নিকট তোমার
অসহায়ত্ব দেখতে হবে আমাকে এমনতো
আমি চাইনি।
তাই পালিয়ে গিয়ে বাঁচি এমন যখন অবস্থা আমার
তুমি পিঠে হাত রেখে নির্ভয় দিলে
জানালে আমাকে চোখের কাহিনী
জানালে চোখগুলো আসলে রিলকের তৈরি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD