শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন

রাতের অন্ধকার – বেনজির শিকদার

রাতের অন্ধকার – বেনজির শিকদার

রাতের অন্ধকার নেমে এলে-
তারাদের মতো জ্বলতে থাকা যে অভিমান পোড়ে;
তারমধ্যে তুমিও ছিলে।

চিলমচি রাখা ছিল, আলমিরায় গুছিয়ে রাখা বাসন-কোসনের ভাঁজে;
আসছে অমাবস্যায় হাহাকারী জলস্ফীতির হাত ধোয়াতে।

বাড়ির আঙিনায় যে থল-কমলের পোয়াতি গাছটি বেড়ে উঠেছিল;
দোদুল্যমান কেদারায় প্রায়ই তার দীর্ঘশ্বাসের ঝাঁপটা এসে লাগতো।

দেয়ালের ওপাশে ভালোবাসার কেনাবেচায় শারীরিক ঝড় উঠলেও;
বারবার বড়ুচণ্ডীদাসের কাব্য রচিত হয় না।

রুদ্র অভিশাপে মরে গেলে কলিকাবয়সী সাধ; জলকুন্তলের মতো ঘটাকাশে তবু লেগে থাকে মধ্যবিত্তের অশ্রু।

মানুষ-শিকারে তাবিজি দখলিস্বত্ব -এ বড়ো কঠিন সাধনা।সাধনারাধ্য

বেনজির শিকদার

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD