রাইটার্স ক্লাবের আয়োজনে বাংলা একাডেমির ভাষাশহিদ মুক্তমঞ্চে কবিতা পাঠ
।।
বাংলা একাডেমির ভাষাশহীদ মুক্তমঞ্চে বাংলাদেশ রাইটার্স ক্লাবের আয়োজনে রাইটার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।শুভেচ্ছা বক্তব্য রাখেন জনপ্রিয় শিশুসাহিত্যিক আসলাম সানী। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি শ্যামসুন্দর সিকদার,কবি রোকেয়া ইসলাম,কবি মিনা আশরাফী,কবি নাহার আহমেদ,কবি ইউসুফ রেজা, কবি হাসনাইন সাজ্জাদী,বাচিক শিল্পী সৈয়দ একতেদার আলী,কবি রওনক জাহান, মেরিনা সঈদ,কবি সুলতান মামুন,কবি লোকমান পলা,কবি তাহমিনা কোরাইশী,কবি রমজান মাহমুদ,কবি শুভ্রা বিশ্বাস,কবি নাইমা খানম,কবি তপন রশিদ,,কবি কামরুল হাসান সহ শতাধিক কবি ও বাচিক শিল্পী।অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সোহাগ সিদ্দিকী।
Leave a Reply