যে নদীর নাম ভালবাসা
মুস্তফা হাবীব
এ নদীতে শামুক ঝিনুক হাঙ্গর কুমির নেই
নেই সোনালি রূপালি মাছের অনুপম সাজ ,
এখানে স্বপ্নের ময়ূরপঙ্খী নৌকো ভাসে
এই নদীতেই স্নান শেষে নীলিমা হাসে;
এই নদীর শুদ্ধ নাম ভালোবাসা।
সানুগ্রহে এই নদীতে যারা নাচতে এসেছিল
প্রণয়ের কিঙ্কিনী পায়, অপরূপ সাজে,
চারুলতা বর্নালী মাধবী মনিকা শবনম;
শবনম এখন ঘুম যায় এই নদীর জলস্রোতে।
আরো যারা এই নদীতে এসে নোঙ্গর করে
মননে সৃষ্টিশীল শিল্পতরু মেখে
রবীন্দ্র নজরুল জীবনানন্দ লালন জয়নুল
সুফিয়া আল মাহমুদ রুদ্র জহীর …….
আছে অনির্বাণ ,
এই নদীতে এসে কেউ পথ হারায় না ভুলে
জলাঙ্গীর তালে দীপ্ত উদ্ভাসে ছড়ায় আলো,
রৌদ্র ঝলমল দুপুরের মাঠে বোনে স্বরলিপি।
এই নদী আছে যতদিন, আমি আছি শাশ্বত
আমি আছি, যতদিন নদী আছে এই দ্রাবিড়ে,
মৌন সাঁতারে দিন যাপন ভালোবাসার জলে।
Leave a Reply