মেসেজ দিও আঁধার রাতে দিক ভুল হতে
যদি ভয় জাগে মনে
কিংবা কোলাহলে ক্লান্ত হয়ে যদি
বাড়ি ফিরতে আলস্য লাগে তবে
মেসেজ দিয়ে জানিয়ে দিও আজ বাড়িতে
না ফিরা হতে পারে।
ঠিক আছে?
মেসেজ দিও আমাকে না হয় অন্য যে কাউকে
যখন তখন প্রয়োজনে অপ্রয়োজনে
ভালোবাসার মানুষের উপর যখন অভিমান হয়
কিংবা যখন মন খুউব খুউব ভালো থাকে
অথবা খুউব খারাপ মনেও
মেসেজ দিতে পারো আনমনা হয়ে যখন তখন।
ঠিক আছে?
যদি কোনোদিন মনে হয় সুখী হতে পেরেছ তুমি
তবে মেসেজ দিয়ে জানিয়ে দিও
অথবা অসুখী হলেও মেসেজ দিয়ে
কষ্ট দুঃখ তাপের কথা জানিয়ে দিতে পারো
জানাতে পারো আমার ভালোবাসার কালো
দিকগুলো অথবা আলো আছে কী তাতে?
ঠিক আছে ঠিক আছে?
আমি যদি হারিয়ে যাই অথবা যদি
হারিয়ে যাও তুমি আমাকে না বলে
বাঁচিয়ে রাখো অথবা বেঁচে থাকো
প্রেমের ইতিহাস ছুঁয়ে সমাধি হয়ে
ইনবক্সে দেখে নিও মেসেজ কী আছে।
ঠিক আছে ঠিক আছে?
Leave a Reply