শনিবার, ২৭ Jul ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন

মুনিয়া ২০২১ -হাসনাইন সাজ্জাদী

মুনিয়া ২০২১ -হাসনাইন সাজ্জাদী

মুনিয়া ২০২১ -হাসনাইন সাজ্জাদী

মুনিয়া ২০২১
হাসনাইন সাজ্জাদী
।।
আমিও ছিলাম কি না সেখানে যেখানে কথা হচ্ছিল তোমার চরিত্র নিয়ে
আসলে তুমি নিশ্চয় জানতে
মানুষকে শেষ করে দিতে প্রথম ও শেষ অস্ত্র তার চরিত্রহনন
একবার এ বাক্যাস্ত্র ছুঁড়ে দিলেই আর তার দাঁড়ানোর জায়গা থাকে না
মানুষ মাত্রেই চরিত্রহীন কী না?
তাই কারো চরিত্রদোষ প্রমাণ করতে হয় না শুধু বলতে হয় একবার।
আমি একসময়কার চরিত্রবান
তাই আমি বুঝতে পারতাম না চরিত্রদোষ কী ভয়ংকর
যখন বুঝতে শিখলাম চরিত্র কত মূল্যবান
তখন থেকে আমি চরিত্র হারাতে শুরু করি
কারণ সচ্চরিত্র হয়ে পড়লো আমার গলার কাঁটা
হয়ে পড়লাম আমি সমাজের কলঙ্ক
কারণ আবারও বলি
এ সমাজ চরিত্রায়ন করতে জানে না
জানে মানুষের চরিত্র হনন করতে।
সমাজ আমাকে হত্যা করতে পারেনি
কারণ আমি ততদিনে চরিত্র হারিয়েছি সামাজিকতায়
তুমি চরিত্র হারাতে পারনি তোমাকে হেরে যেতে হয়েছে
সায়েমের ভোগে
অথচ তুমি চাইলে বাঁচতে পারতে মুনিয়া
একটু চরিত্রটাকে ছাড় দিলেই
বাঁচতে পারতে তুমি মাথা উঁচু করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD