বদলে যাচ্ছে মুজিব কাব্যের ইতিহাস
অধ্যাপক মুহম্মদ হাসান আলী আল আলভী শীর্ষে
“বঙ্গ ভাস্কর শেখ মুজিবুর রহমান” প্রথম একক গ্রন্থ…
।।
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শোকগাথা রচিত হয়েছে লাখে লাখে।সবাই এখন লিখছেন এবং একাধিক বই লিখেছে এমন কবির সংখ্যাও কয়েক হাজার হবে।কবি আল মাহমুদ,আব্দুল হাই শিকদার ও মাহমুদ শফিক ছাড়া বিএনপি জামাত ঘরানার কবিরাও লিখছেন তাকে নিয়ে।কবি শামসুর রাহমান,কবি আসাদ চৌধুরী,কবি কামাল চৌধুরী,কবি নির্মলেন্দু গুণ,কবি অসীম সাহা,কবি মহাদেব সাহা,কবি ফারুক মাহমুদ,কবি নাসির আহমেদ,কবি মুহম্মদ নূরুল হুদা কবি শিহাব সরকার,কবি ড.মুহাম্মদ সামাদ,কবি মিনার মনসুর,কবি আসলাম সানী,কবি লুৎফর রহমান রিটন,কবি তারিক সুজাত,কবি আমিনুর রহমান সুলতান,কবি আনজীর লিটন,কবি বদরুল হায়দার,কবি রাসেল আশেকী,কবি মাসুদ পথিক প্রমুখরা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা – ছড়া লিখেছেন অজস্র।হানিফ খান লিখেছেন বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম নাটক।আমি নিজেও লিখেছি।কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে পূর্ণাঙ্গ কবিতার বই লিখেছেন অধ্যাপক মুহম্মদ হাসান আলী আল আলভী “বঙ্গ ভাস্কর শেখ মুজিবুর রহমান” নামে।তিনি আলী আল আলভী নামে লিখতেন। এবং তা ১২ চৈত্র ১৩৭৮ বঙ্গাব্দ তথা ১৯৭২ খ্রিষ্টব্দের ২৬ মার্চ প্রথম প্রকাশিত হয়।গ্রন্থটির অধিকাংশ কবিতাই ১৯৭১ খ্রিষ্টাব্দে মুক্তিযুদ্ধকালে লেখা। সম্প্রতি গ্রন্থটি অনেক খুঁজাখুঁজির পর অনলাইনে পুরনো বই বিক্রেতার নিকট থেকে উদ্ধার করে হয়েছে।উদ্ধার করেছেন তার ছেলে। সাহিত্য জীবন উদ্ধার হওয়ার পাশাপাশি উদ্ধার হয়েছে তাঁর কর্ম ও রাজনৈতিক জীবনেরও অনেক অজানা অধ্যায়।তিনি বঙ্গবন্ধুর বন্ধু ছিলেন এবং যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগের টি আলীর সঙ্গে যুক্তফ্রন্টের টিকেটে লড়াই করে মাত্র কয়েকটি ভোটে হেরেছেন।তিনি ব্রাহ্মণবাড়িয়ার লোক হলেও কর্মজীবনে নরসিংদী কলেজে বাংলার অধ্যাপক ও ডীন ছিলেন।বঙ্গবন্ধুর জীবিতকালে বিচ্ছিন্নভাবে কবি জসীম উদ্ দীন,কবি সুফিয়া কামাল প্রমুখরা লিখলেও অধ্যাপক মুহম্মদ হাসান আলী আল আলভীর ইতিহাস আজ আবিস্কৃত হয়ে বাংলাসাহিত্যের ইতিহাসকে সমৃদ্ধ করছে ভিন্ন আঙ্গিকে ও ভিন্নভাবে।শ্রদ্ধা তাঁকে…
Leave a Reply