মুজিবুর রহমান মুজিব ভাইয়ের
ওপর লেখা আহবান
বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব ভাই।বর্ণাঢ্য তার জীবন।ছাত্র জীবন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ জীবন,পেশাগত জীবন,সাংবাদিকতা জীবন এবং রাজনৈতিক জীবন,সবখানেই তিনি নেতা।প্রগতিশীল ধারার ব্যাক্তিত্ব।প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান তাকে দাদাভাই ডাকতেন।এটা তার উচ্চতা।তাকে নিয়ে আমি আমার সম্পাদিত সাহিত্যের রম্যমাসিকপূর্বাপরের একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছি অনেক আগেই।এখন একটি গ্রন্থ সম্পাদনা করতে চাই।পূর্বাপর’ প্রকাশনী থেকে গ্রন্থটি প্রকাশিত হবে।আগ্রহীরা লিখতে পারেন তাকে নিয়ে।
লেখা মেইল করতে হবে নিম্নের আইডিতে-
hasnainsajjadi58@gmail.com
Leave a Reply