মুক্তোর মত অঝর ধারাপাত
শাহনাজ পারভীন মিতা
নিশ্চুপ দুচোখ ভরা জল
চোখের কথা মনের কলকল,
কপোলে ঝরে পর নিঃসঙ্গতায়
নদীর জল ছলছল স্রোতের মায়ায় ।
একুল ভাঙ্গে ওকুল গড়ে
প্রবল স্রোতের গভীর ঝংকারে,
রাতের অমাবশ্যায় নৈঃশব্দ্যের
জীবন স্রোতের মায়াজালে ।
রাতের পেঁচা ডেকে যায় অবিরাম
ঘুম ভাঙ্গা একাকী বিষন্নতায়,
আঁখি ছলছল কালো চোখের তারায়
যেখানে চুপ কথা হাসবে কান্নায় ।
অপেক্ষায় দুচোখ সারাটি রাত
কখন আসবে আলোর ভোর,
মায়ায় জড়াবে সূর্য রবি
কথা দিবে গভীর মায়াবী দুটি চোখ।
কখনও অশান্ত নদীজলে
শ্রাবনের ধারার মত অবিরাম,
মুক্তির নিঃশ্বাসে আলোয় আলোয়
মুক্তোর মত অঝর ধারাপাত ।
Leave a Reply