বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

মিথ্যে নয় -সীমু আফরোজা

মিথ্যে নয় -সীমু আফরোজা

মিথ্যে

মিথ্যে নয়-
সীমু আফরোজা


তোমায় ভুল করেও মনে পড়ে না
বলি সব সময়
ব্যাস্ত সময় গুলো অতিক্রম করি নানা কাজে
অবসরে ধুরস ধুমার আগুনে ঠোঁট
আর কলমের অস্ত্র ছুঁড়ে
আমার কোন অবকাশ নেই
নেই কেউ নিয়ন্ত্রনের
এখন আর মনে নেই শেষ কবে কোথায় ঘুরতে গিয়েছি
কিম্বা কোন ছবিটি তুলে ছিলাম
যা বার বার নয় ,বালিশের নিচে রেখেও স্বপ্ন বিভোর হয়েছি কত বার
তোমার কোন কিছুই রাখিনি যা আমাকে বিচলিত করবে অনুখনে
সব কিছুই মুছে ফেলে নতুন করে বাঁচতে শিখেছি আমি
আর এই বাঁচার তাগিদে এক অজানা প্রেমে নিমজিত বারংবার
সে আমার ব্যাথার সাথী, অনুরাগ কিম্বা ভালবাসার অবলম্বন
না, না সে অন্য কিছুই ভেব না
এক টুকরো সাদা কাগজে ভিজিয়ে যার হৃদয়ের সব অভিমান
আমার কলম , যা একমাত্র সাক্ষি হয়ে লেপ্টে আছে আমার অস্হিত্য
সে বলে যায় প্রতি মুহুর্ত কালির আচরে
কি করে ভাবলে ভুলে গেছি ?
ডুবে দেখো হৃদয়ের কড়িডোরে
সেখানে রক্তের আবিরে নাম লেখা সে যে শুধুই তুমি
মিথ্যে নয় , বড় প্রেম শুধুই দূড়ে সরে যায়
কাঙ্গাল হৃদয় অবার্ত কথার জালা
নিয়ে ,লোবানের ধুর্ম্য লেলিহানের চেয়ে
মায়াবি চাঁদের আলোর মত
আমায় চুপিচুপি ছুয়ে যায় ।
অবুঝ হৃদয়ে চেয়ে দেখ
মিথ্যে নয় সে শুধুই তুমি , হ্যা দিব্যি করে বলছি সে শুধু তুমি ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD