মার্কিন ভিসা নীতি সম্পর্কে কিছু বলার নেই
-হাসনাইন সাজ্জাদী
।।
মার্কিন ভিসা নীতি সম্পর্কে আমি খুব ভালো কিছু জানি না।তবে আমার অব্যাহত সমর্থন আছে এ নীতির প্রতি।এটা আমার পক্ষে যাবে না বিপক্ষে যাবে,তা নিয়েও আমার ভাবান্তর নেই।আগামীতে আমার স্বাস্থ্য কেমন হবে তা এখনো পরিস্কার নয়।
২০২২ খৃষ্টাব্দে আমি ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বইমেলায় আমন্ত্রণ পেয়েছিলাম অংশগ্রহণের জন্য।ভিসা আবেদন জানানোর পর ২০২৪ খ্রিষ্টাব্দের ১৫ এপ্রিল,সোমবার ২.১৫ (১০)মিনিটে আমার ইন্টারভিউর সময় জানানো হয়।তখন বইমেলাকে সামনে রেখে ইন্টারভিউর ডেট আগানোর আবেদন জানাই।তাও ডিনাই করা হয়।তখন বাঁকুড়ায় ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের গ্রামালোক আয়োজনে আমি আমন্ত্রিত ছিলাম।সেটাতে অংশ নিয়ে আমি বেশ সম্মান লাভ করি।বিজ্ঞান কবিতার প্রচার করারও সুযোগকে আমি বেশ কাজে লাগাই।আমেরিকার ভিজিট ভিসা আমি চেয়েছি।এখন যারা ভিসিট ভিসা চায় তারা নাকি ২/৩ মাসের মধ্যে ইন্টারভিউ কল পাচ্ছে।আমি মাঝেমধ্যে মেইলে ডুকে দেখি কোনো আপগ্রেড আছে কি না?না কোনো আপগ্রেড পাই না।
আমি নিজেও আর এ নিয়ে তেমন উৎসাহী নই।
জাপান গেছি,দক্ষিণ কোরিয়া গেছি,১২ বারের অধিক থাইল্যান্ড ভ্রমণ করেছি,সিঙ্গাপুর,শ্রীলঙ্কা,নেপাল,ভূটান গেছি।হাজারেরও অধিকবার ভারত ভ্রমণ করেছি।
এক জীবনে আর কত?এখন বইপত্র পড়া এবং লেখার মধ্যে ডুবে থাকতে চাই।বছরে বারকয়েক ভারত গেলেই এনাফ।ছেলেপেলেরা বড়ো হচ্ছে তারাই যাবে দূরদূরান্তে।আমি তৃপ্ত ভারত নিয়ে।আমেরিকার ভিসা পেলে ঘুরে আসলাম,আর না পেলে কয়েকটি টাকা ফাও গেলো এমন ভাবলাম।আর বেশি ভেবে লাভ কী?সময় বয়ে যায় …
Leave a Reply