শনিবার, ২৭ Jul ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

মানবতার এক সেবকের আজ জন্মদিন।আহমেদ জহুর

মানবতার এক সেবকের আজ জন্মদিন।আহমেদ জহুর

মানবতার

‘মানবতার এক সেবক’ এর
আজ জন্মদিন…..

অনেকে বলেন লোকটা পাগল। অথচ কেউ তাঁর সাথে ঠাট্টা-মশকরা করেন না। কটাক্ষ বা হাসি-তামাশাও করেন না। বরং সালাম দেন। স্যালুট করেন। কারণ লোকটা ভাবের পাগল। তিনি ভালবাসেন গাছকে, প্রকৃতিকে এবং অসহায় মানুষ ও জীবজন্তুকে। বিগত ১৮ বছর ধরে তিনি অসুস্থ, পঙ্গু ও মানসিক রোগীকে স্বেচ্ছায় চিকিৎসা-সেবা দিয়ে যাচ্ছেন। পথভোলা মানুষকে বৃক্ষরোপণে নানাভাবে সহায়তা ও উদ্বুদ্ধ করছেন। “যেখানে গাছ, যেখানে অসহায় মানুষ– সেখানেই আব্দুল হামিদ”—একথা কেবল নেত্রকোণা নয়, পুরো ময়মনসিংহের মানুষের মুখে মুখে ফেরে। এখন কেউ পাগল বললে বৃক্ষপ্রেমিক, মানবসেবক আব্দুল হামিদের কোন কষ্ট লাগে না, বরং গর্বে বুকটা ফুলে ওঠে।

আজ এই মানবতার সেবকের জন্মদিন। তাকে সালাম ও ভালবাসা জানাই। মহান স্রষ্টা যেন তাকে শতায়ুদান করেন। ‘ভালবাসার পাগল’ আব্দুল হামিদ আমার ফেসবুক ফ্রেন্ড। তাঁকে নিয়ে ভবিষ্যতে বিস্তারিত লেখার সদিচ্ছা রইল। সবাই তার জন্য দোয়া করবেন।

আহমেদ জহুর
কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক
azohur2002@gmail.com

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD