মাদক কারবারি সেলিমকে ধরতে অভিযান
নিজেস্ব প্রতিনিধি: গাজীপুর জেলা
গাজা ও ইয়াবা ব্যবসায়ী সেলিম (২৮) পিতা: মানিক মিয়া( চা দোকান দার) সেলিম ও তার পরিবার গাজীপুর সিটির ৩৫ নং ওয়ার্ড বাদে কলমেশ্বর মধ্যপাড়া আলমগীরের বাসায় ভাড়া থাকে। সে উক্ত এলাকায় গোপনে নেশা দ্রব্য বিক্রি করে আসছে।গাজা ও ইয়াবা বিক্রির সময় হাতেনাতে প্রমানসহ ছবি ও ভিডিও করতে গেলে অপরাধী সেলিম স্থানীয় সাংবাদিকের সাথে খারাপ আচরণ ও মারমুখী হয়। এক পর্যায়ে সে নোংরা গালাগালি ও মারমুখী হয়ে,উচ্চবাচ্য ও সাংবাদিককে চ্যালেঞ্জ করে যে, যা পারিস কর দেখবো কি করতে পারিস বলে চলে যায়। নেশায় আসক্ত ও মাদক কারবারি সেলিম সে নিজে খায় ও নিয়মিত নেশা দ্রব্য বাদেকলমেশ্বর মধ্য পাড়া এলাকা সহ আশে পাশের এলাকায় নিয়মিত সরবরাহ করে থাকে। উক্ত এলাকায় তার কিশোর গ্যাং রয়েছে। এলাকার বাড়িওয়ালারা কেউ ভয়ে ও আতঙ্কে মুখ খোলে না এবং কিছু বলে না। সেলিমের ছত্রছায়ায় এলাকার উঠতি বয়সের ছেলেপেলে মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে। জি এম পি কমিশনার বলেছেন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে,কোন ছাড় নেই এই ব্যাপারে,এদের আইনের আওতায় এনে কঠোর প্রদক্ষেপ গ্রহন করা হবে ও শাস্তি নিশ্চিত করা হবে। এই ব্যাপারে ৩৫ নং বিট গাছা থানার এস আই আব্দুল্লাহ এর সাথে কথা বললে তিনি জানান মাদকের ব্যাপারে সরকারের কঠোর হুসিয়ারী রয়েছে বিধায় আসামী সেলিমের ব্যাপারে অভিযোগ পাওয়ার ভিত্তিতে,আমরা সঙ্গীয় ফোর্স সহ বাদেকলমেশ্বর মধ্য পাড়ায় অভিযান চালাই, আমাদের অবস্থান টেরপেয়ে সে গা ঢাকা দেয়। তাকে আটক করতে চেষ্টা করছি আশা করি শীঘ্রই তাকে ধরতে পারবো ও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে পারবো।
এই ব্যাপারে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম হোসেনের সাথে কথা বললে তিনি বলেন মাদকের ব্যাপারে কোন ছাড় নেই মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য আমারা দৃঢ় প্রতিজ্ঞ,মাদকের সাথে সমপৃক্ত অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করা হবে ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply