মাতাল প্রণয়
নিল হাসান।
তোমার ঐ তপ্ত ঠোঁটে
যখন ভালোবাসা উঠেছিল জেগে
বনফুলের সুবাসে এমন
মৌন মাতাল প্রণয় ছোটেনি আগে।
দখলের নেশায় ঢেউ
জেগে ওঠে রক্ত নদীতে
ডুবে যেতে যেতে ডুবি নাই
নেশার ঘোরে ঘোর লেগেছে সুখের গদিতে।
বিবর্ণ বিষাদ ধুয়ে
অলিক স্বাদ লুঠছো অধরে
হঠৎ ঘুম ভাঙতেই ভীষণ তৃষ্ণা পায়
মধ্য রাতের আদরে।
Leave a Reply