মন বেঁধেছি মেঘের সাথে
— শিল্পী মাহমুদা
দৃষ্টি এক গোলার্ধ, চোখে অন্তর মগ্ন তার
মধ্যযৌবন ক্রিয়া দেখা যায় নীরব নিসার ,
তুমি আমি বর্ষীয় গান অবিরাম
মুষ্টিবদ্ধ আছে হাত, ঝরলে শ্রাবণ ঝরুক ঝর ঝর ঝর ।
দখিণা বাতাসে কেন কি কথা স্বরনে আজ বাজে
ঔরষে আজ বুকে মৃদু মৃদু হতাদর সাজে
মহারণ্যের মনে জেগেছে শত তৃশা ,
ক্রন্দন হিয়া তারই নিঃশ্বাস মিশা ।
আমি মন বেঁধেছি পথহারা আঁধারবরণ মেঘের সাথে
শেফালী শিথিল আঁখিপাতে ,
শৌখিন শিকারী জীবন পুরবী দেখি বেদনাতে
দিগন্ত ছোঁয়া থেকে যাবো ভ্রমর গুঞ্জরিতে ।
জেগে থাকি ঘুমের অনন্ত অম্বরে
হাওয়া বেড়ে যায় বিদ্যুৎ কাঁদে মেঘ ঝরে
রোমাঞ্চিত উত্তাল উচ্চারণে যতটা আমাদের স্বপ্ন হয়
ততটাই ঐন্দ্রজালিক ভাবে কুহেলিকাময় ॥
Leave a Reply