———————–ভুল বেচারাম ভুল—————–
বিপ্লব উরাং
চখ কান খোলা রাখে চললে
সাদাকে সাদা,কালাকে কালা
বলতে পারবি।
চখ থাকে আনধা, কান থাকেও
বধির হয়ে থাকলে
কিছু নাই দেখবি কিছু নাই শুনবি।
মনে করছিস চখ কান বনধ করে
রাখলে,তর কন বিপদ নাই হবেক।
ভুল বেচারাম, ভুল।
কতই ত ঘটছে দিন পরতিদিন।
মিন্তুক নাই দেখছিস।
ন কি দেখেও নাই দেখার
ভান করে চলছিস।
চল্, মিন্তুক নাই বাঁচবি।
দেশ ডুবলে আনধা বধির
কেউ নাই বাঁচবেক।
Leave a Reply