বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

ভুল বেচারাম ভুল – বিপ্লব উরাং

ভুল বেচারাম ভুল – বিপ্লব উরাং

———————–ভুল বেচারাম ভুল—————–

বিপ্লব উরাং

চখ কান খোলা রাখে চললে
সাদাকে সাদা,কালাকে কালা
বলতে পারবি।

চখ থাকে আনধা, কান থাকেও
বধির হয়ে থাকলে
কিছু নাই দেখবি কিছু নাই শুনবি।

মনে করছিস চখ কান বনধ করে
রাখলে,তর কন বিপদ নাই হবেক।
ভুল বেচারাম, ভুল।

কতই ত ঘটছে দিন পরতিদিন।
মিন্তুক নাই দেখছিস।
ন কি দেখেও নাই দেখার
ভান করে চলছিস।
চল্, মিন্তুক নাই বাঁচবি।

দেশ ডুবলে আনধা বধির
কেউ নাই বাঁচবেক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD