ভালোবাসি বলেই
শাহনা জেসমিন
তোমাকে ভালবাসি বলেই
দুঃখ কষ্ট যন্ত্রনা সই যখন তখন
নিরাশার দোলায় দোলায়িত করো প্রতিক্ষণ
লাঞ্ছিত অপমানিত হই অনুক্ষণ।
অশোভন আচরণ করে দূরে ঠেলে দিয়ে
বিরম্বনায় ফেলে অপ্রস্তুত করো যখন
অসহায় হয়ে ফ্যালফ্যাল নয়নে
তাকিয়ে থাকি তখন।
সম্বোধনে অশ্লীলতা এনে
ধ্বংসাত্মক রুপ দেখিয়ে
অন্ধকারে নিমজ্জিত করো যখন
আমি দগ্ধ হয়েও কৈফিয়ত চাইনা তখন।
গৃহহারা নিঃস্ব ছন্নছাড়া সর্বহারা করে
ছুঁড়ে ফেলে দিতে চাইছো যখন
দিকবিদিক হারা হয়েও
অভিশাপে জর্জরিত করিনি তোমার দেহ-মন।
কেবল তোমাকে ভালোবাসি বলেই
মেনে নিই তোমার যত সব অনুযোগ অভিযোগ
আমি বুঝতে পারি
তোমার উত্তেজিত আচরণের ভেতরে লুকিয়ে আছে আমাকে নির্মোহ ভালোবাসার অদ্ভুত রূপ।
কেবল তোমাকে ভালবাসি বলেই
বিমর্ষ বদনে অশ্রুসিক্ত নয়নে
বিধাতাকে চুপি চুপি ডেকে বলি
আমাকে ধৈর্য দিও হে ভাগ্য বিধাতা
তার প্রতি আমার ভালোবাসা যেন
কখনো পায় না লোপ ।
-০-
কবিতাটি আলোক বর্তিকা পত্রিকায় প্রকাশিত ২০১৩ ডিসেম্বর।
পরিমার্জন ২০২১ সেপ্টেম্বর ১৮ তারিখ
রাত ৯টা৫০মিনিট।
Leave a Reply