প্রেস রিলিজ- ভারতীয় পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ।
গত ২১ নভেম্বর প্রথমবার ভারত থেকে বাংলাদেশ ভ্রমণের সুযোগ করে শ্যামলী এন আর ট্রাভেলস। মোট ৩০ জন ভারতীয় পর্যটক নিয়ে বাংলাদেশের আগরতলা স্থলবন্দর দিয়ে প্রবেশ করে শ্যামলী এন আর ট্রাভেলস বাস। এই সময় উপস্থিত ছিলেন শ্যামলী এন আর ট্রাভেলস এর স্বতাধীকারী শ্রী অভিজিৎ দাশ ও বাংলাদেশ হাইকমিশনার এর সহকারী কমিশনার আরিফ মোহাম্মদ।
ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর পক্ষে ফুল দিয়ে অভ্যার্থনা জানান ট্যুরিস্ট পুলিশ কুমিল্লা জোন ইনচার্জ। এই সময় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা প্রদান করা হয়।
৩০ জন ভারতীয় পর্যটক আগামী ৩ দিন দেশের ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করবেন। তাদের ভ্রমণের যাবতীয় নিরাপত্তা ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ প্রদান করবে।
Leave a Reply