ভেবেছিলাম মডেল মসজিদের আওতায় একটা প্রাইমারি স্কুল থাকবে, একটা হাইস্কুল থাকবে, একটা দাতব্য প্রতিষ্ঠান থাকবে, একটা মাইক্রো ক্রেডিট থাকবে, দুটো অর্ফানেজ থাকবে, একটা কারিগরি প্রতিষ্ঠান থাকবে আর মুসল্লিরা মিশনারি ফাদারদের মতো রবীন্দ্রনাথের কাব্য ভাবনা নিয়ে পিএইচডি করবেন। তাদের একটা লাইব্রেরি থাকবে যেখানে ধর্মীয় ব্বইয়ের পাশাপাশি বিজ্ঞান, দর্শন, সাহিত্য ,ইতিহাস সবই থাকবে যেমন বনানীতে আছে মিশনারীদের লাইব্রেরি।
আরো পড়ুনঃ কবিতার বিবর্তন এবং বিজ্ঞান যুগের কাব্যচিন্তা।।হাসনাইন সাজ্জাদী
বলা হয়েছে প্রায় ৩৪ হাজার পাঠক ইসলামিক স্টাডিজের জন্য লাইব্রেরি ব্যবহার করতে পারবে। আমার জন্য কি সেই সুযোগ আছে? জানি নেই। বাইবেল পড়ে আমি একজন ঈশ্বরকে সময়ের সাথে বিবর্তীত হতে দেখেছি। বিজ্ঞানের যুগে মানুষ এমন কী চিজ যে তার জ্ঞানের কোনো পিপাসা থাকবে না, চিন্তার কোনো বিবর্তন ঘটবে না!
বস্তুবাদের জগতে বাস করে রাষ্ট্র কতৃক ভাববাদের একচেটিয়া চর্চার পৃষ্ঠপোষকতা কতটুকু জাতির জন্য কল্যান বয়ে আনবে তা সময় বলবে।i
Leave a Reply