সৈয়দ হাসমত জালাল
বৃষ্টির ভেতরে সমুদ্র ছুটে আসে, যেমন হাওয়ার ভেতর
দু-হাত ছড়িয়ে ছুটে আসতে তুমি
আমি সেই মুহূর্তের অপেক্ষায় থাকি, ঢেউগুলি আছড়ে
পড়বে দেহে– যেমন তুমিও পড়তে–
ঢেউয়ের প্রতিস্পর্ধী আমি কি জড়াবো তাকে বাহুবন্ধনে
নাকি ভাসাবো আমারই দহনশীলতা
আমি সেই মুহূর্তের অপেক্ষায় থেকে থেকে
পাথরের প্রতিরূপ হয়ে যেতে থাকি
বৃষ্টির পাখিরা এসে কাঁধের ওপর বসে–
পাথরখণ্ড, কোন সংবাদ চাও?
দূরে স্কাইস্ক্র্যাপারের সারি ডুবে যায় প্রবল মেঘোচ্ছ্বাসে
আমি সৈকতে একা
তিন হাজার বছরের ফসিলেরা জেগে ওঠে ঢেউয়ের চূড়ায়
তিন হাজার বৃষ্টির পাখি ঠুকরে ঠুকরে খায় পাথরের প্রাণ
(‘মেঘ, ময়ূর ও পরীটির কথা’ কাব্যগ্রন্থ থেকে।
রচনাকাল: ১৯৮৮, বম্বে।)
Leave a Reply