বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

বৃন্দাবন – শাহীন রেজা

বৃন্দাবন – শাহীন রেজা

বৃন্দাবন

বৃন্দাবন
শাহীন রেজা

ভালোবেসে পাখি হও, মেঘ হও কিংবা নদী–
শেক্সপিয়রে না হোক তুমি ভাসো মেঘদূতে,
ক্লিওপেট্রা অথবা আফ্রোদিতি
ভিজে শামুক হয়ে সহসাই ঢুকে পড়ো তার অন্দরে;
ভালোবাসা–আমলকী হরতকি না’কি করমচার খেলা,
এই ভেবে ছুড়ে দাও ঘুঘুর দুপুর ; ছায়া-করতলে
ঘামে ভেজা দুটি দেহ খড়ের আড়ালে
চৈতি বাতাস কী যে লীলাময়, কৃষ্ণ–রমণ; আহা

ভালোবেসে ষোল পাঠ কে শিখেছে কবে
কবির আড়াল জুড়ে মৃদু-বৃন্দাবন!

১১ জুন ২০২১

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD