রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

বিশ্ব কবিতাবিজ্ঞান দিবস ১লা মার্চ পালিত হবে

বিশ্ব কবিতাবিজ্ঞান দিবস ১লা মার্চ পালিত হবে

আগামী পয়লা মার্চ আমার ষাটবছর পূর্তিতে বিশ্ব কবিতাবিজ্ঞান দিবস পালিত হবে…
হাসনাইন সাজ্জাদী
।।
আগামী ১ মার্চ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বিশ্ব কবিতাবিজ্ঞান দিবস পালিত হবে।এ উপলক্ষ্যে চিকিৎসা বিজ্ঞানী ডা.আহমেদ পারভেজ জাবীন ভাইকে আহবায়ক এবং কবি ও সাংবাদিক লোকমান হোসেন পলাকে সদস্য সচিব করে একটি ‘বিশ্ব কবিতাবিজ্ঞান দিবস’
পালনের জন্য প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আমার কিছু কথা;

এক:
কবিতাকে বিজ্ঞান যুগোপযোগী করতে আমি বিজ্ঞান কাব্যতত্ত্ব উপহার দিয়েছি;বিজ্ঞানকবিতা বিজ্ঞানকবি এগুলো অভিধানে আমারই সংযোজন
দুই:
রাষ্ট্রকে আমি সবার জন্য করতে চাই বলে অধিক সাম্যবাদ ‘বিজ্ঞানবাদ’উপহার দিয়েছি;বিজ্ঞানবাদ সমিতিভিত্তিক অর্থব্যবস্থা
তিন:
প্রজন্মকে আমি বিজ্ঞানমনস্ক করতে চাই বলে বিজ্ঞান সিরিজ লিখছি ;সিটিপাবলিশিং এর স্বত্বাধিকারি মাহমুদুল হাসান রানা ভাই আমার সহযোগী।
তারপর আমার শিশুতোষ গল্পগ্রন্থ ‘রোবটের গল্প’ প্রকাশ করেছে শিখা সরকারে সপ্তবর্ণ এবং ওমর ফারুক ভাইয়ের ‘স্বনির্ভর প্রকাশন’ (স্টল ৫৫৯) এবার বইমেলায় এনেছে আমার শিশুতোষ গল্পগ্রন্থ
“ভিনগ্রহের এলিয়েন”।
চার:
উপরোল্লেখিত তিন কাজ করতে গিয়ে আমি খুব ব্যস্ত থাকি এবং পরিবারের প্রতি ভালোবাসা থাকার পরও সংসার কর্মে আমি অমনোযোগী ;ফলে চাকরি ও ব্যবসা কোনোটাই আমি করিনা
পাঁচ:
সাহিত্য থেকে মালপানি অর্জন আমি করি না;
সাহিত্য থেকে অর্জনকে আমি সঠিক মনেও করি না এবং নিজে কষ্ট করে চলি ও সংসার চালাই
ছয়:
আমি নিজেকে সাহিত্যের সাধক ভাবি;আবার কখনো নিজেকে নিজের কাছে মনে হয় মহাত্যাগী সাহিত্যিক
সাত:
সততাকে আমি বিসর্জন দিতে চাই না এবং আমাকে কেউ চতুর লোক বলেও মনে করে না বরং সবাই আমাকে সরল সহজ লোক হিসাবেই জানে; আসলে আমিও তা চাই কারণ আমি একটু নির্বোধ ও বোকা টাইপের
আট:
আমার হেলুসিয়েসন হয় মানে আমি মনে করি প্রকৃতি আমাকে তার কাজের জন্য আমাকে পাঠিয়েছে এবং আমার কাজ জাতিকে বিজ্ঞানমন্সক করা;এটা একটা মানসিক রোগ এবং অনেকে এই বিশ্বাস থেকে অতীত কালে অনেক মতবাদ ও ধর্ম উপহার দিয়েছেন যেমন আমি বিজ্ঞানবাদ মতবাদ উপহার দিয়েছি বিজ্ঞানযুগে
নয়:
বিজ্ঞনবাদের আলোকে আমি বিজ্ঞান সমাজের স্বপ্ন দেখি। তার জন্যই আমি বিজ্ঞান মানস প্রতিষ্ঠার ওপর জোর দেই;
বিজ্ঞান চিন্তার বাইরে আমার কোন চিন্তা নাই
দশ:
আমার আশেপাশে নারীর উপস্থিতিতে বিভ্রান্ত না হবার কিছু নেই।কারণ আমি নারীর উপস্থিতিকে সম্মানের সাথে দেখি এবং আমি নারীকে প্রকৃতি মনে করে তাদের সেবা দিই; সব সময় মনে হয় -নারীই আমাকে চলার পথে মহৎ করেছে
এগারো:
আমি ক্ষুদ্র হলেও প্রকৃতির মতো নিঃস্বার্থ হবার জন্য নিরন্তর সংগ্রাম করছি।কিন্তু আমি সৌরজগতের মতো নিঃস্বার্থ হতে চাই;যদিও সেই ক্ষমতা আমার হবার নয়-মানে আমার স্বপ্ন আমার চাইতে আরো উঁচু
বারো:
আমি আমার সন্তানদেরকে লড়াই করে টিকে থাকার জন্য ভালো করে লেখাপড়া করার কথা বলি কারণ হাসনাইন সাজ্জাদী এই একটি নাম ছাড়া আর কিছু তাদের জন্য আমি রেখে যেতে পারবো বলে মনে করিনা
তের:
আমি ভণ্ডামিতে বিশ্বাস করি না যদিও আমার এই লেখা পাঠ করে যে কারোই মনে হবে আমি ভণ্ড বৈ অন্য কিছু নই; তারপরও আমি নারীদের মুখে অনেকবারই নিজের কীর্ত্তন শুনেছি- নারীই আমাকে বলেছে আমি মানুষ হিসাবে খারাপ নই
চৌদ্দ:
আমি পুরুষের চাইতে নারীকে বেশি বিশ্বাস করি এবং গৃহবধুদের চাইতে বারবণিতাকে বেশি সম্মান করি কারণ তারা প্রকৃত সংগ্রামী।আমি মনে করি মানুষের প্রকৃতিই হচ্ছে সংগ্রাম করা এবং গুহা থেকে বেরোনো মানুষ আজ চাঁদ বা মঙ্গলে তার সংগ্রামের দ্বারাই অভিযান নিয়ে গেছে
পনেরো:
আমি অলস বলে হয়তো এই জীবন বেছে নিয়েছি এবং আমোদপ্রিয় বলে অধিক মাত্রায় কল্পনা বিলাসী থাকি;তার পরও আমি স্বপ্ন দেখি এবং আমার স্বপ্ন আমার চাইতেও অনেক উঁচু।
ঘোষণাপত্র: আমার স্ত্রীর অন্ধ সমর্থন আমার চলার পথে সহায়ক এবং আমার সন্তানাদিও আমি চাই এই বিশ্বাসে বড় হোক -বাবা যা ইচ্ছা করুক আমরা আমাদের মতো সংগ্রাম করে বড় হব-; তবে তারা বিজ্ঞানমনস্ক হোক আমি চাই
: জয় বাংলা

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD