শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন

বিলাপগম্ভীর : সারমিন চৌধুরী 

বিলাপগম্ভীর : সারমিন চৌধুরী 

বিষাদময় দিনে অতীতের ক্ষতে
পুরাতন স্মৃতির হাওয়া নিউরনে দিচ্ছে উসকানি
তুমুল অনুযোগে হৃদয় মোচড়ে উঠছে
ভরসার পথ বাকরুদ্ধ হয়ে আছে গর্বিত ভুলে
বিনা মেঘে চোখে নামছে অশ্রুধারা নিঃশব্দে
উড়াল ভেঙে নামছে শুভ্র কুয়াশা দলে দলে!
নীরব কান্না মূলত অসহায়ের আর্তনাদ।

মনটা নিজের কাছে অচেনা পরিজন
দুঃখকে ছুঁতে দাঁড়িয়ে থাকে অবিশ্বাসী ঝড়ে!
পুড়ে পুড়ে দগ্ধ হয় আবেগের বুনোফুল
তবু বিলাপগম্ভীর দীর্ঘশ্বাসে করে আনন্দ আয়োজন।
দিগন্তের শেষ রেখায় নিভৃতে ভাসে বিপন্নতার নীল
ক্লান্তিতে লুটিয়ে পরে তামাটে গাত্রখানি
একরোখা প্রেম মিলনের তীব্র আকাঙ্ক্ষায়
মাথায় তুলে নেয় কলঙ্কের জ্বলন্ত অগ্নিকুন্ড।

আমাদের বিষাদ দেয় যে প্রেমিক পুরুষ!
জন্মদাগের চিহ্নের মত আমরা তাকে বয়ে বেড়ায়
এই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD