বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

বিবিপিপিএফের সভায় স্বাস্থ্য খাতে বরাদ্ধ বাড়ানোর দাবি

বিবিপিপিএফের সভায় স্বাস্থ্য খাতে বরাদ্ধ বাড়ানোর দাবি

বিবিপিপিএফের সভায় স্বাস্থ্য খাতে বরাদ্ধ বাড়ানোর দাবি

ভারত-বাংলাদেশ-পাকিস্তান পিপুলস ফোরাম (Bharat-Bangladesh-Pakistan People’s Forum/ BBPPF) ‘ র ভার্চয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ত্রি-দেশীয় এ আলোচনা সভায় তিন দেশের জনগনের কল্যাণে বিশেষ করে মানবাধিকার সমুন্নত রাখার জন্য একত্রে কাজ করার অঙ্গিকার পুনরায় ব্যক্ত করা হয়।


জনস্বাস্থ বিশেষজ্ঞ ও বিবিপিপিএফ বাংলাদেশ চ্যাপটারের সদস্য ডা. আহমেদ পারভেজ জাবীন বলেন, মহামারী দেথিয়েছে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে স্বাস্থ্যসেবা কতটা নাজুক, অপর্যাপ্ত স্বাস্থ্যব্যবস্থা হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন । তিনটি দেশেই স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি করে জনগণের স্বাস্থ্যসেবাকে উন্নত করে মানবাধিকার সমুন্নত রাখতে হবে।


ত্রি-দেশীয় সভায় পশ্চিমবঙ্গের গণআন্দোলনের লড়াকু সৈনিক শ্রদ্ধেয় মাণিক সমাজদারের মৃত্যুতে গভীর সমবেদনা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ভারতের ড. সুনিলাম ও সঞ্চালনা করেন গোপা মুখার্জি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD