বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদীর ‘কবিতায় বিজ্ঞান ও অ-বিজ্ঞান’ প্রকাশ পাচ্ছে কলকাতায়
কলকাতার জনপ্রিয় প্রকাশনা সংস্থা ‘অক্ষরবৃত্ত’।বিজ্ঞানবাদের কবিতাকে জনপ্রিয় ও পাঠকের ঘরে ঘরে পৌঁছে দেয়ার দায়িত্ব এখন তারা নিচ্ছে।বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদীর লেখা গ্রন্থ ‘কবিতায় বিজ্ঞান ও অ-বিজ্ঞান’ তাদের প্রকাশনা সংস্থা থেকে।প্রচ্ছদের ছবি সিদ্ধার্থ দাস এবং প্রচ্ছদ করেছেন অনন্ত লায়েক।তারা দু’জনই গুণী মানুষ।আর প্রকাশ তো একনামে গুণে মানে অনন্য।জয় হোক বিজ্ঞান কবিতার।জয় হোক সকলের…
Leave a Reply