বাসন্তী নিঃশ্বাস
ফাতেমা ইসরাত রেখা
অনেক সহজে আঁকতে পারি আসমুদ্রহিমাচল
যত সহজে পেরিয়ে যেতে পারি জীবনের হলাহল!
উত্তাপে পোড়া জীবনের জলছবিতে কুড়িয়েছি এত প্রেম
তবুও তুমিই আশার আলো দেখা না দেখা স্বপ্নের হেম।
এত গন্ধ! বাতাসের এত কটু গন্ধ সারাটা সময় জুড়ে
তবুও দাঁড়িয়ে ভীষণ অসহায় তোমার অপেক্ষার নীড়ে।
জানি এখন যে গোধূলি লগন, দিনের শেষ সময়
ফিরে যাই আনমনে মন খারাপে বিকেলের সাদা পাতায়।
নিষ্ঠুর বয়সের কাঁচা পাকা সময় বাড়ন্ত শৈশব খোঁজে
তোমার জন্য প্রহর গুনে দু’বেলা তোমাকেই বোঝে।
গরম কফির কাপে বসন্ত চলে যায় ফেলে নিঃশ্বাস
এই শেষ সন্ধ্যায়ও তোমাকে দেখতে চায় মনপোড়া বিশ্বাস।
সেই মেয়েটি নিজের মতো করে লিখে চলি দিনলিপি
আজো সেই মেয়ে একেলা চলি, না মেনে ভাগ্যলিপি।
যদিও নতুন ভোরের গন্ধ কড়া নাড়ে নতুন ঘ্রাণে
তবুও সকাল বড় বেদনার, বড় ব্যথায় বাজে প্রাণে।
তাই সেই মেয়ে সন্ধ্যা হলেই ঘোর লাগা চোখের ঘোরে
প্রতিদিন গিয়ে দাঁড়িয়ে থাকি সব সান্ধ্য ভাবনার মোড়ে।
#রবিবার
20-09-2020
Leave a Reply