. বাঁকখালী
ইউসুফ রেজা
মিজোরাম থেকে নেমে আসা পানি অজস্র জলধারা
বাঁকখালী নদী নাম নিয়ে আজ বইছে এখন তারা।
নাইক্ষ্যাংছড়ি গেলে এ নদীর রূপ দেখে মন ভরে
মার্মা পাড়ায় বাঁকখালী নদী জল দেয় বন ঘরে
পাহাড়ের গায়ে সবুজ আঁচলে এঁকে বেঁকে স্রোত যায়
কত ঝিরিধারা ঝরণার জল তটিনী সঙ্গ পায়।
কক্সবাজার শহর হচ্ছে বাঁকখালী নদী তীরে
এ নদী বাঁচবে দখলকারীর লুটপাট যদি ফিরে
একদিন বহু আরব বনিক পর্তুগিজ ও ইংরেজ
এই নদী দিয়ে জাহাজ ঢুকিয়ে দেখিয়ে গিয়েছে তার তেজ
কস্তুরিঘাটে নদী তলদেশে পাথরের ছড়াছড়ি
রামু থেকে নদী নাব্যতা পায় বারোমাস বরাবরই
রামুর উপরে শীতকালে নদী জলহীন হয়ে যায়
বর্ষা এলেই পাহাড়ের ঢলে পূনরায় বয়ে যায়।
সাঙ্গুর মতো এই নদীটিও উত্তরমূখী চলে
রামু এসে নদী পশ্চিমে বাঁক নিয়েছে সবাই বলে
এই জন্যই নদীটির নাম বাঁকখালী নদী হয়েছে
শুধু কি এখানে? পুরো নদীতেই অসংখ্য বাঁক রয়েছে।
Leave a Reply