বর্ষা সাজে
প্রসপারিনা সরকার
দলবেঁধে খন্ড খন্ড সাদা কালো মেঘেরা
আকাশ জুড়ে সাজ সাজ রবে করে আনাগোনা
প্রেমিক যুগলের চিত্ত গানে গানে উতলা ৷৷
কখনো ভীষণ গর্জনে মেঘ গুরুগুরু ডাকে
বিদ্যুতের হঠাৎ চমকে বিজনেস ঝলকানিতে
রুক্ষ ধরণী, প্রকৃতি হয় আনন্দে আত্মহারা ৷৷
মেঘলা দিনে নদীর বুকে পালতোলা নৌকা
ভাটিয়ালি পল্লী গানে সুর তুলে মাঝিরা
কবি মনে ভিড় জমায় প্রেমের কবিতারা ৷৷
তৃণলতা সবুজ বৃক্ষের শাখায় শাখায় স্নিগ্ধতা
ঘন বর্ষণে রিমঝিম বৃষ্টির ছন্দে সাজে বর্ষা
যুবক যুবতীর মনে ভালোবাসা ৷
Leave a Reply