বিজ্ঞানবাদ চর্চা কেন্দ্রের পঞ্চমবর্ষ পূর্তিতে
বছরব্যাপী নানা কর্মসূচি
।।
বিজ্ঞান প্রজন্মের দৃষ্টিতে হাসনাইন সাজ্জাদীর বিজ্ঞানবাদ,বিজ্ঞানকাব্যতত্ত্ব,বিজ্ঞানশিল্পত্তত্ব ও সাবলীল ছন্দ” শীর্ষক রাউন্ড টেবিল কনফারেন্স এবং উন্মুক্ত কবিতা পাঠের সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞানবাদ চর্চাকেন্দ্র।চর্চাকেন্দ্র’র পঞ্চম বছর পূর্তিতে নিয়মিত এ আয়োজন উদ্বোধন করবেন একজন প্রবীন ব্যাক্তিত্ব।সভাপতিত্বও করবেন একজন প্রবীন কবি।বাকি সব থাকবে তরুণদের হাতে।
একজন তরুণ প্রাবন্ধিক এ বিষয়ে প্রবন্ধ পাঠ করবেন।একজন তরুণ প্রধান অতিথি থাকবেন।বিশেষ অতিথিরাও থাকবেন তরুণ।আলোচকরাও তরুণ।
মূলপ্রবন্ধ এক সপ্তাহ পূর্বে আলোচকদের নিকট পৌঁছানো হবে।
প্রবন্ধটি কবি ও কথাসাহিত্যিক নিল হাসানকে লিখতে অনুরোধ করা হবে।
প্রথম পর্বে উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হবে এ প্রজন্মের অহংকার কবি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার মাসুদ পথিককে।উদ্বোধক এবং সভাপতি হিসাবে যথাক্রমে শুদ্ধতার কবি অসীম সাহা ও কবি আসলাম সানীকে সদয় উপস্তিতির আমন্ত্রণ জানানো হবে।পর্যায়ক্রমে জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা ও মুজিবময় বাংলার কবি মুহাম্মদ সামাদ,ড.সেলু বাসিত,কবি মিনার মনসুর,কবি তারিক সুজাতকেও আমন্ত্রণ জানানো হবে।
এছাড়াও পর্যায়ক্রমে কবি বদরুল হায়দার,কবি আসাদুল্লাহ,গবেষক মোস্তফা সেলিম,কবি হানিফ খান,কবি ইউসুফ রেজা,কবি সমা খান,কবি রীনা তালুকদার, কবি আহমেদ শিপলু,কবি নীপা চৌধুরী,কবি লোকমান হোসেন পলা,কবি আবু সাঈদ তুলু,কবি আফরিনা পারভীন, কবি গিয়াসউদ্দিন চাষা,কবি রঞ্জনা বিশ্বাস,কবি মঞ্জুরুল ইসলাম মেঘ,কবি মোসতাক মুকুল,কবি নাভেদ আফ্রিদী,কবি সমর চক্রবর্তী,কবি রাশেল আশিকী ও কবি প্রত্যয় জসীম,কবি আতিক আজীজ প্রমুখরা উপরোক্ত শিরোনামে প্রধান অতিথির ভূষণে অভিহিত হবেন।
জয় বাংলা।।জয় বিজ্ঞানবাদ।।
Leave a Reply