ফেরা
আফরিনা পারভীন।
আমার মানস পূঁজোক ছিলোনা-
তাই বিকেলটা ছিলো অর্থহীন।
রঙ বদলানো মেঘকে সরিয়ে
বেলা যখন সন্ধ্যে ঘনালো সুবর্ণ আলোয়
হঠাৎ আলোর ফুলকি নিয়ে
দীপ্ত ছড়াতে ছড়াতে এলে মন কোঠায়।
ফেরাতে পারবোনা জানতে।
যাদুকরি ইশারায় নিলে জড়িয়ে।
তোমার ছোঁয়ায় হৃদপিন্ডে উঠানামা
সব অভ্যেস এখন বদলে গেছে।
সিগারেট গন্ধ ও এখন মন্দ না
তোমার পছন্দের তালিকাটি-
আমার পছন্দে কূল নিয়েছে।
তুমি স্বভাবগত-ই প্রেমিক আর তাই
মন প্রেমিকা সেজে বসে থাকে।
হয়ে যাই বেয়াল্লিশ থেকে বিপরীতে।
বিপরীত এখন টানে অনেক।
কতটা অবুঝ হয়েছি যদি জানতে।
ভয় পাওয়া’রা এখন ফানে মাতে।
ভাঙ্গা গড়ার ষড়যন্ত্রে আমি খেলি।
রাত্রি এখন প্রায় সাথেই থাকে।
সূর্যের আশায় থাকি প্রতিক্ষায়।
Leave a Reply