রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

ফিরিয়ে দিতে চাই

ফিরিয়ে দিতে চাই

ফিরিয়ে দিতে চাই

ফিরিয়ে দিতে চাই -হাসনাইন সাজ্জাদী
হাসনাইন সাজ্জাদী
।।
তাকে ফেরানোর চেষ্টা আছে সেও হয়তো ফিরে আসতে চায়
কিন্তু ঐযে পথ কোনদিকে,সে হয়তো খোঁজে পাচ্ছে না সে পথ!
বলো নীলিমা ; কোনদিকে রেখেছো খোলা মনের দরোজা জানালা?
তা কি কণ্ঠকাকীর্ণ না লাল গালিচায় মোড়ানো?
দু’পাশে কি গোলাপ বৃক্ষ ফোটে,সুভাস ছড়ায়?
না নদীর পলিমাটিতে বেড়ে উঠা তাল সুপারি পাতা বাতাসে মর্মর তুলে?
পাহাড়ের ঢালু বেয়ে না নৌপথে ফিরবে সে না নামবে আকাশ পথে রকেট বেয়ে বিজ্ঞানে
কোনটি তার ফেরার উত্তম পথ বল?
যে পথে ফিরে আসলে তার জন্যে রাখালিয়া বাজাবে বাঁশি
শিশির বাতাসে ভিজবে মেঠোপথ অথবা ঝটিকা বাতাসে
উড়ে যাবে তার নায়ের মাস্তুল!সে পথে?
রকেটে নামলে ছুতে হবে রানওয়ে
না ভিন্ন কোনো পথ আরো আছে
চুরের মত চুপিচুপি আসার পথিক সে হয়তো নয়।
সে ফিরতে চাইলে ফিরবে আরবি তরবারি হাতে দস্যু মুহম্মদ বিন খিলজি
তা হলেও বলে দাও তার ফিরে আসার পথে কি ছড়ানো থাকবে
মধ্যরাতের মাতাল হাতে ভাঙা শরাব পিয়ালার কাঁচ
যাতে ফিরে এলে সে আবার রক্তাক্ত হবে
প্রেমে রক্ত ঝরানো যে মহাপাপ,সাদরে গ্রহণ করাই প্রেম
এ পথে ভালোবাসার বীর্যবানরাই হাটে
এ পথ কাপুরুষের নয় বীর্যবানদের তৈরি এ পথ
আবারো বলি –
বীর্য ঝরাতে বীরেরা আসে এ পথে
তারা জানে ইতিহাসকে কিভাবে করতে হয় বীর্যস্নাত।
ফিরিয়ে দিতে চাই তাকে প্রকৃতির দু’পাহাড়ের মাঝে
অথবা চর পড়া সে সোনাদিয়ার সোনাদ্বীপের
মেরাদিয়ায়
সে আবার আগে থেকেই দ্বীপদেশের অধিবাসী দ্বীপ ভাঙাগড়া মানুষ
বলো তারে ফিরিয়ে দেই কোন পথে বা কেমন করে?

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD