রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম :
জুড়ীর অজ্ঞাত শহিদ শুয়ে আছেন শিলচরে,মুক্তিযুদ্ধ ৭১।নিউজ শিলচর স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে গবেষক এস এম শাহনূরের জন্মদিন পালন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ পুলিশ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে ৮ সপ্তাহের সার্জেন্ট নবায়ন সার্টিফিকেট কোর্স শুরু মুয়াজ্জিন হত্যা চেষ্টা মামলার আসামি অগ্রিম জামিনে এসে ভুক্তভোগী পরিবারকে হুমকি বঙ্গবন্ধুকে ট্রাফিক পুলিশের হৃদয়ে ছড়িয়ে দিতে নানা আয়োজন অদ্ভূত প্রেম।।ফেরদাউসী কুঈন জেনারেল আতাউল গণি ওসমানীর জন্মদিনে ভালোবাসা ও শ্রদ্ধা -বায়েজীদ মাহমুদ ফয়সল টিডিএস গ্রান্ড কল্যাণ ও জাতীয় শুদ্ধাচার বিষয়ক সভা অনুষ্ঠিত তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন বেলাবোতে বিএমইউজে’র কমিটি গঠিত। আলি সভাপতি আলমগীর সম্পাদক
কবিতা নিয়ে একটি ফানি পোস্ট।। নিল হাসান

কবিতা নিয়ে একটি ফানি পোস্ট।। নিল হাসান

ফানি পোস্ট

কবিতা নিয়ে একটি ফানি পোস্ট

নিল হাসান

কবিতার প্রকারভেদ
ক.চানাচুর কবিতা,
খ.ফুচকা কবিতা
এবং
গ.বিজ্ঞান কবিতা।
যে সকল কবিতায় নারী বিদ্বেষ, ভোগবাদ এবং ধর্মীয় উস্কানি রয়েছে।আর যে সকল কবিতার ভাব,ভাষা ও নির্মান এবং উপমা,উৎপ্রেক্ষা ও চিত্রকল্প বোদ্ধা পাঠকের কাছে অসহনীয় হয়,চানাচুরের মত বদ হজম হয় যে সকল কবিতার পাঠে সেগুলো চানাচুর কবিতা।এর নামকরণ করেছেন শুদ্ধতার কবি খ্যাত অসীম সাহা দাদা।
ফুচকা কবিতা হচ্ছে পড়তে ও শুনতে মধুর লাগে।কিন্তু বাণী মিথ্যা স্বপ্নে ভরা।যেখানে সামাজিক কোনো দায় নেই।কিছু সরস অথবা নিরস শব্দের খেলা এবং সময়ের অপচয় ছাড়া কবিতায় অন্য কিছুর অস্তিত্ব নেই সেগুলো ফুচকা কবিতা।এর নামকরণ করেছেন ভারতবর্ষের তরুণ গবেষক অধ্যাপক ড.চন্দন বাঙ্গাল।
বিজ্ঞান কবিতা হচ্ছে যার সামাজিক দায় আছে,উপমা,উৎপ্রেক্ষা ও চিত্রকল্পে বিজ্ঞান রয়েছে একই সঙ্গে ভাব,ভাষা ও বাণীতে রয়েছে পরীক্ষাগারে নিরূপিত সত্যের চর্চা।এর নামকরণ বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদীর।

কবিতা নিয়ে একটি ফানি পোস্ট।।

আরো পড়ুনঃ এই তো আমরা – শামস চৌধুরী রুশো

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD