ফকির আলমগীর ভাই’র জন্য শোক স্তবক
গণসংগীত শিল্পী ফকির আলমগীর ভাই।জাতীয় কবিতা পরিষদের উৎসব সঙ্গিতে সুর করতে প্রতিবছর আসতেন জানুয়ারির শেষ সপ্তাহে।সারা বছর দেখাসাক্ষাৎ তো হতোই।পরিচয় সাংবাদিকতার মাধ্যমে আশির দশকের শেষ দিকে।তবে ঘনিষ্ঠতা নব্বই দশকের মধ্যভাগ থেকে।দেখা হলেই আগে থেকে সে প্রাণবন্ত আহ্বান ‘আরে কেমন আছেন?’
‘জী গুরু, আপনি কেমন আছেন? এটা ছিল কমন কুশল বিনিময়। শূন্য দশকের শেষের দিকে আমার পূর্বাপর পত্রিকা শহীদুল ইসলাম স্বপন চালাতো।সেখানে বিজ্ঞাপন আনতে গিয়ে এমডির কক্ষে স্বপন অন্যায়ভাবে হালকা লাঞ্ছিত হয়।ঘটনাস্থলে ফকির আলমগীর ভাই ছিলেন এবং এটা আমার কাগজ জানার পরও তিনি তাকে সামান্য সহানুভূতি দেখান নাই শুনে আমি অভিমান থেকে তাকে প্রায় এড়িয়ে চলতে শুরু করি।কিন্তু কবিতা পরিষদে কয়েক বছর পর থেকে নিয়মিত দেখা হতে থাকে।সে আগের মতোই ? শুরুতেই আগের সে প্রাণবন্ত আহ্বান কেমন আছেন? অভিমান আবার ভাললাগায় পরিণত’ হয়।এভাবে চলতে থাকে।কিন্তু কয়েক দিন আগে কবিতা পরিষদে বসে অধ্যাপক কবি মাসুদুজ্জামানের স্ট্যাটাস থেকে মৃত্যু সংবাদ জানতে পারি।কবি হানিফ খান তার ছোট ভাইর নিকট থেকে সঠিক তথ্য জেনে আমাদের জানান।
এখন সবইতো সত্য।
তার প্রতি শ্রদ্ধা…
Leave a Reply