রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
জুড়ীর অজ্ঞাত শহিদ শুয়ে আছেন শিলচরে,মুক্তিযুদ্ধ ৭১।নিউজ শিলচর স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে গবেষক এস এম শাহনূরের জন্মদিন পালন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ পুলিশ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে ৮ সপ্তাহের সার্জেন্ট নবায়ন সার্টিফিকেট কোর্স শুরু মুয়াজ্জিন হত্যা চেষ্টা মামলার আসামি অগ্রিম জামিনে এসে ভুক্তভোগী পরিবারকে হুমকি বঙ্গবন্ধুকে ট্রাফিক পুলিশের হৃদয়ে ছড়িয়ে দিতে নানা আয়োজন অদ্ভূত প্রেম।।ফেরদাউসী কুঈন জেনারেল আতাউল গণি ওসমানীর জন্মদিনে ভালোবাসা ও শ্রদ্ধা -বায়েজীদ মাহমুদ ফয়সল টিডিএস গ্রান্ড কল্যাণ ও জাতীয় শুদ্ধাচার বিষয়ক সভা অনুষ্ঠিত তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন বেলাবোতে বিএমইউজে’র কমিটি গঠিত। আলি সভাপতি আলমগীর সম্পাদক
সড়ক দুর্ঘটনায় প্রয়াত হলেন গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলন

সড়ক দুর্ঘটনায় প্রয়াত হলেন গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলন

সড়ক দুর্ঘটনায় গাজীপুর সিটি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন নিহত

নাজমুল হাসান (গাজীপুর জেলা)প্রতিনিধি

বেপরোয়াগতির বালুবাহী ড্রামট্রাক চাপায় গাজীপুর সিটি প্রেসক্লাব সভাপতি শেখ মঞ্জুর হোসেন মিলন নিহত হয়েছেন।
শুক্রবার (৪ আগস্ট) সকাল সোয়া ১০টায় ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুরের সিনিয়র সাংবাদিক শেখ মঞ্জুর হোসেন মিলন গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক এবং দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। এছাড়াও তিনি দৈনিক যুগান্তর ও বৈশাখী টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি হিসেবে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেন। তিনি জেলার কাপাসিয়া প্রেসক্লাবের তিন বারের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তার অসুস্থ স্ত্রী, দুই মেয়ে সন্তান ও মা রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম লুৎফুল কবিরসহ তার বহু সহকর্মীরা। মঞ্জুর হোসেন মিলনের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার ভাগ্নে গাজীপুর সিটি প্রেস ক্লাবের কার্যনির্বাহি সদস্য কবি ও কথাসাহিত্যিক নাজমুল হাসান পদ্য। আরো শোক প্রকাশ করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও সহকর্মীরা। এছাড়াও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাদ আসর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজের নতুন ভবনের সামনে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় গাজীপুর জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা সহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে তার মৃতদেহ নিজ এলাকা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে নিয়ে যাওয়া হয়। বাদ এশা দ্বিতীয় জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD