প্রেম ও পুরুষত্ব
তাসনিয়া রহমান
বারবার অযৌক্তিক ভাবে প্রশ্নবিদ্ধ করে,
অপরপক্ষকে দোষী সাব্যস্ত করা চিরাচরিত কৌশল।
শরীর হস্তায়ত্ব পুরুষীয় পরাস্ত বীনে
নারী পূর্নতা পায় না–
এমন অভিধান কোনোকালেই আমার নিকট গ্রহণীয় ছিলোনা হবেও না
তাই অকারণ বৈধতার সম্পাদনা না করে বরং ভিন্ন কিছু প্রকাশ করতে পারো যা সৃজনশীল
জানি শত শত হাজার বছরের জ্বীনগত বৈশিষ্ট্য স্বভাব যা রক্তে রন্ধ্রে আবদ্ধ পুরুষের দাম্ভিকতায় পাদুকাসম হীনমন্যতা রপ্ত করে আছে বিশ্ব
তুমি তার ব্যাতিক্রম নও
তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করাও সহজ নয়
পুরুষ হলেও বীরপুরুষ সকলে নয়
তবুও দেখেছি এমনও প্রেমিক
বদ্ধ গৃহে একাকী নির্জনে প্রেয়সীর সর্বাঙ্গ ছুঁয়েও প্রবেশ করেনি
একান্তই প্রেমিকার ভালোবাসাকে সম্মান করে
রুচিবোধ সকলের এক নয়, মনের ভাজন কাম্যে ক’জন রয়?
শরীর অবধি না পৌঁছে তুমি সম্পর্ককে ভালোবাসার স্বীকৃতি দিতে অবাধ্য
জানি নিত্য মানুষ হওয়া চাট্টিখানি কথা নয়
Leave a Reply