প্রেমের দেবী
।। অনিমেষ বড়াল।।
জানি তুমি ফুল বাগানে
সদ্য ফোঁটা ফুল
তোমার চোখে খেলা করে
মৌটুসী বুলবুল।
তোমার ঠোঁটে গোলাপ হাসে
ললাটে জ্বলে তারা
তোমার রূপের ঝলকানিতে
চাঁদও দিশেহারা।
আকাশ হাসে বাতাস হাসে
মেঘের দেশে বৃষ্টি
তুমি বিশ্বের নতুন বিষ্ময়
বিধির অপার সৃষ্টি।
মানুষ নাকি দেবী তুমি
চিনতে যে হয় ভুল
তেমার প্রেমের রূপ মহিমায়
দেবতারা মশগুল।
সকল দেবীর দেবী তুমি
তুমি যে মহাময়া
তোমার প্রেমের স্বচ্ছ জলে
দেখি নিজের ছায়া।
০৪ ০৭.২৩
রাত ২.০০টা।
Leave a Reply