প্রেমের জন্য জোরজারি
হাসনাইন সাজ্জাদী
।।
জোর করে অধিগ্রহণ করতে হয় যেকোনো কিছুই
তাই জোর করেই তোমাকে পেতে চাই আমি।
ঝুলে থাকা প্রেম আজ পৌঁছে গেছে গন্তব্যের কাছাকাছি
ঠিকানা লেখা হয়ে গেছে তোমার বুকের মমধ্যিখানে
গলে ঝুলানো মাদুলির খুব কাছে।
ঘুম নামক ডাকবাক্স খুললেই দেখতে পাবে ইনবক্স জুড়ে
ছড়িয়ে রয়েছে প্রেমের নানা আদল
ঝুলে থাকা চুমুও খোঁজে নেবে তোমার গোলাপ পুষ্ট ঠোঁটের আদর
সেও তার ঠিকানা করে নিয়েছে তোমার বাড়িতে।
তুমি আসলে আমাকে অনুমতি দাওনি তোমাকে ভালোবাসার
কিন্তু আমি তোমার ঠিকানা অধিগ্রহণ করে ভালোবাসা পাঠিয়ে দিলাম
পাঠিয়ে দিলাম প্রেমপত্র সে ঠিকানা বরাবর।
তোমার অলক্ষ্যে আলুথালু কেশে গোলাপ শরীর ছড়িয়ে রেখেছ যখন বিছানায়
সে সুযোগটাই নিলাম আজ
প্রেমভালোবাসা জোর করে কেড়ে নিতে হয় জানি…
Leave a Reply